জীবনে বিয়েই করবেন না—এমনটাই সংকল্প করেছিলেন। তবে প্রেমিকের ভালোবাসার কাছে হার মেনেছে সেই পরিকল্পনা। সঙ্গে আর দশটা বাঙালি মেয়ের পরিবারের মতো বিয়ে করতে পরিবারিক চাপ তো ছিলই।
উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌয়ের বিয়ের খবরটা তো আগেই জেনেছেন। বর শিক্ষক ও প্রকৌশলী আরিফ হককে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এক সপ্তাহে। দশ মিনিটের আয়োজনে হয়েছিল গায়েহলুদ। আর বিয়ের কেনাকাটা করতে গিয়ে তো গয়নার দোকানে ঘুমিয়েই পড়েছিলেন বর। মৌয়ের গায়েহলুদ আর বিয়ের ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক এমন সব মজার গল্প।