১ জুন পঞ্চমবারের মতো বিয়ে করলেন ৯৩ বছর বয়সী অস্ট্রেলীয়-মার্কিন ব্যবসায়ী রুপার্ট মারডক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারডকের আঙুরবাগানে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। কনে ৬৭ বছর বয়সী রুশ অণুজীববিজ্ঞানী এলেনা জুকোভা। এটি রুপার্টের পঞ্চম বিয়ে আর এলেনার দ্বিতীয়। জেনে নেওয়া যাক, কে এই এলেনা—
মিডিয়া মোঘল রুপার্ট মারডকের পঞ্চম স্ত্রী রাশিয়ার এলেনা জুকোভা অণুজীববিজ্ঞানীরুপার্ট ও এলেনার বিয়ের ছবি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়ার মস্কোয় উচ্চবিত্ত ইহুদি পরিবারে জন্ম ও বেড়ে ওঠা জুকোভার। ১৯৯৪ সালে জুকোভাদের পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে চলে আসেনএরপর জুকোভা ডায়াবেটিস নিয়ে গবেষণা শুরু করেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে। ডায়াবেটিস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণায় অবদান রাখেন এলেনা জুকোভারুশ বিলিয়নিয়ার আলেক্সান্দর জুকোভের সঙ্গে বিয়ে হয়েছিল এলেনা জুকোভার। আলেক্সান্দর ছিলেন রাশিয়ার শীর্ষ তেল ব্যবসায়ীদের একজন ও রাজনীতিবিদ। এলেনা যখন আলেক্সান্দরকে বিয়ে করেন, তখন তাঁরা দুজনাই রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবিয়ের মাত্র তিন বছর পর ছাড়াছাড়ি হয়ে যায় আলেক্সান্দর ও জুকোভার। ১৯৮১ সালে জন্ম নেয় এই দম্পতির একমাত্র কন্যা দাশা জুকোভা। আলেক্সান্দর এখন যুক্তরাজ্যে থিতু হয়েছেন। ছবিতে দাশা আলেক্সান্দর ও এলেনার একমাত্র সন্তান দাশা জুকোভা ২০০৮ সালে বিয়ে করেন রুশ বিলিয়নিয়ার রোমান আব্রামোভিচকে। নামটা পরিচিত লাগছে? হ্যাঁ, তিনিই ফুটবল ক্লাব চেলসির সাবেক মালিক। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে ঘুরেফিরে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আছেন ইংলিশ ফুটবলের অন্যতম এই প্রভাবশালী ব্যক্তি। রোমান আব্রামোভিচের সঙ্গে দাশার বিচ্ছেদ হয় ২০১৮ সালে। এক দশকের সংসারে তাঁদের দুই সন্তান আছেদাশা পেশায় উদ্যোক্তা ও সমাজকর্মী। নানা পুরোনো ও শৈল্পিক জিনিস নিলামে কিনে সংগ্রহে রাখার শখ আছে তাঁর২০১৯ সালে দাশার সঙ্গে বাগদান হয় গ্রিক বিলিয়নিয়ার ফিলিপ নিয়ারহোসের পুত্র স্ট্যাভরোস নিয়ারহোসের। ২০২১ সালের জানুয়ারিতে বিয়ে করেন স্ট্যাভরোস ও দাশা। একই বছরের মার্চে জন্ম নেয় এই দম্পতির পুত্রমেট গালা ২০২৪ এ ছেলের সঙ্গে দাশামা এলেনা ও মেয়ে দাশা দুজনই দুটি করে বিয়ে করেছেন। আর তাঁরা প্রত্যেকেই বিলিয়নিয়ার এবং তাঁদের দেশে শীর্ষ ধনীদের অন্যতম। মাঝে এলেনা ও সর্বডানে দাশা।