সেই প্রেমিকাই হলেন নেইমারের সন্তানের মা

ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমারের এখন ভরপুর সুসময়। চমৎকার সময় কাটাচ্ছেন সৌদি আরবের আল হিলালে। প্রেমিকা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্রুনার সঙ্গেও কেটে গেছে তিক্ততা। এর মধ্যে ৭ অক্টোবর এল সেই আকাঙ্ক্ষিত সুসংবাদ, মেয়ের বাবা হলেন তিনি...

২০২১ সাল থেকে ফ্যাশন ও বিউটি ইনফ্লুয়েন্সার ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে প্রেম শুরু হয় ব্রাজিলীয় তারকা নেইমারের। ২০২২ সালের জানুয়ারিতে সম্পর্কের বিষয়টি খোলাসা করেন তাঁরা। এর কিছুদিন পরই ব্রুনাকে বিয়ের প্রস্তাব দেন নেইমার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বাগদানের পরই ঘটে অঘটন। ২০২২ সালের আগস্টে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। ব্রুনাও অনামিকা থেকে খুলে ফেলেন আংটি। এভাবে কেটে যায় কয়েক মাস। যদিও সে সময়ও ব্রুনা সন্তানসম্ভবা ছিলেন
গুঞ্জন আছে, ব্রুনা আর নেইমারের সম্পর্কে একটা চুক্তি ছিল যে নেইমার চাইলে অন্য নারীর প্রেমে পড়তে পারবেন। তবে ব্রুনা নিজের ইচ্ছায় নেইমারকে ছাড়তে পারবেন না। এমন চুক্তির বিরোধিতা করেই নাকি ব্রুনা নেইমারকে ছেড়ে চলে যান। কেননা সে সময় নাকি অন্য এক নারীকে হৃদয় দিতে বসেছিলেন নেইমার
প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে যে ঠিক কাজ করেননি, সেটাই স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা খোলা চিঠি লেখেন নেইমার। সেখানে লেখেন, ‘ব্রুনা, আমি এটা তোমাদের (বিয়ানকার্দি এবং সন্তান) জন্য করছি। অসমর্থনীয় বিষয়কে যৌক্তিক বানানোর চেষ্টা করছি। এটা করার কোনো প্রয়োজন ছিল না। তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন। আমি জানি, এসব ঘটনায় তুমি কতটা ভুগছ এবং কতটা আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি। আমি প্রতিদিন ভুল করি। মাঠে আর মাঠের বাইরে। তোমার সঙ্গে যেটা হয়েছে, ঠিক হয়নি।’  
এরপর নেইমারের ৩১তম জন্মদিনে অর্থাৎ ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি আবার এই দুজনকে একসঙ্গে উদ্‌যাপন করতে দেখা যায়। সে সময় আবার ব্রুনার অনামিকায় জ্বলজ্বল করছিল বাগদানের সেই আংটি
এরপরই ব্রুনার বেবি বাম্পের ছবি প্রকাশ করে নেইমার জানান দেন, আবারও বাবা হতে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ব্যাপক ভাইরাল হয়
এবার কন্যার বাবা হবার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশ থেকেও অসংখ্য নেইমারভক্ত জানাচ্ছেন শুভকামনা
পোস্টে নেইমার লেখেন, ‘রাজকন্যা, তুমি আমাদের জীবন পরিপূর্ণ করে এসেছ। তোমাকে স্বাগত।’
নেইমারের প্রথম সন্তান ডেভি লুকার বয়স ১২ বছর। লুকার মা নেইমারের সাবেক গার্লফ্রেন্ড ক্যারোলিন দান্তেস। এত দিন লুকা, নেইমার আর ব্রুনা একসঙ্গেই ছিলেন। এবার তাঁদের সঙ্গে যোগ দিল নতুন সদস্য। তাই তো নেইমার বলছেন, ‘আমার পরিবার পূর্ণ হলো।’
ইনস্টাগ্রামে ৩১ বছর বয়সী নেইমারের অনুসারী ছাড়িয়ে গেছে ২১ কোটি ৫০ লাখ। ২৯ বছর বয়সী ব্রুনার ওপর চোখ রাখছে ৮৩ লাখ অ্যাকাউন্ট