সে আপনাকে সত্যিই ভালোবাসে, এই ১৫ লক্ষণ মিলিয়ে নিন

কেউ যখন আপনাকে ভালোবাসে, সেই মানুষটা পাশে থাকলে আপনি সেই ‘এনার্জি’ অনুভব করেন। আরও কিছু কমন বৈশিষ্ট্য থাকে, যেগুলোর মাধ্যমে আপনি বোঝেন, সে গভীরভাবে আপনার প্রেমে পড়েছে। মিলিয়ে নিন নিচের ১৫ বৈশিষ্ট্য।

যখনই তাকে আপনার প্রয়োজন, পাশে পাবেন (প্রতীকী ছবি)
ছবি: কবির হোসেন

১. যখনই তাকে আপনার প্রয়োজন, পাশে পাবেন।

২. যত ব্যস্ততাই থাকুক না কেন, আপনার জন্য সে ঠিকই সময় বের করবে। কেননা আপনি তার প্রায়োরিটি লিস্টে আছেন।

৩. আপনার স্বপ্নকে সে নিজের স্বপ্নের মতোই গুরুত্ব দেয়, সমর্থন করে।

৪. আপনার খুশিতে সে খুশি হয়, আপনার দুঃখে দুঃখী। আপনার ছোট ছোট বিষয়েও সে উদ্বিগ্ন হয়।

৫. সে পাশে থাকলে আপনি নিরাপদ বোধ করেন।

৬. আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সে পাশে থাকে।

৭. আপনার বিষয়ে তার অনুভূতি আপনাকে সে মন খুলে বলে।

৮. সে আপনাকে আপনার মতো করেই গ্রহণ করে।

৯. আপনি যখন হাসেন, তখন সে আপনার দিকে তাকিয়ে থাকে।

১০. আপনি অন্য কোনো নারী বা পুরুষের প্রশংসা করলে বা আশপাশে থাকলে সে ‘ঈর্ষা’ বোধ করে। প্রাথমিকভাবে সম্পর্কে এটাকে ‘ইয়েলো ফ্ল্যাগ’ ধরা হয়। কেননা এরপর সে কী বলে, কী করে, তার ওপর নির্ভর করে সেই ‘ঈর্ষা’ গ্রিন ফ্ল্যাগ, নাকি রেড ফ্ল্যাগ।

১১. আপনি কী পোশাক পরেন, সে খেয়াল করে।

১২. আপনার বন্ধু হয়ে আপনার সঙ্গে সে বেড়ে উঠতে চায়।

১৩. সে আপনার জন্য অপেক্ষা করে।

১৪. সে আপনার সঙ্গে এক কাপ চা ভাগাভাগি করে খায়।

১৫. আপনার সঙ্গে তার দ্বিমত, ছোটখাটো ঝগড়া হয়। কেননা ঝগড়া সেই দম্পতিদের ভেতরে হয় না, যাঁদের বড় ‘কমিউনিকেশন গ্যাপ’ আছে। অথবা একজন আরেকজনকে বিশেষ কেয়ার করে না। কেয়ার থাকলে ছোটখাটো মনোমালিন্যও থাকবে। আর উভয় পক্ষই সেটা ইতিবাচকতার সঙ্গে মিটিয়ে ফেলার বিষয়ে আন্তরিক থাকে।


সূত্র: ট্রু লাভ কোটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট