ধোনি-সাক্ষী দম্পতির ছবি ব্যবচ্ছেদ করে বিশেষজ্ঞরা যা খুঁজে পেয়েছেন

তারকার দাম্পত্য জীবন বা সম্পর্কের কথা বললে অনেকেই ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী ধোনির কথা বলেন উদাহরণ হিসেবে। ১৪ বছরের সংসারজীবনে ধোনির উত্থান–পতন সবটাই দেখেছেন সাক্ষী। পুরোটা সময় ছায়ার মতো পাশে ছিলেন। নিজেদের সম্পর্ক নিয়ে অবশ্য কিছুটা আড়ালে থাকতেই পছন্দ করেন দুজন। তবে তাঁদের ছবি থেকে বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট বা শরীরী ভাষা বিশ্লেষকেরা বের করেছেন তাঁদের সম্পর্কের খুঁটিনাটি দিক।

স্ত্রীকে আগলে রাখেন ধোনি

ছবি: সাক্ষী ধোনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে

বেশ কিছু ছবিতেই দেখা যায়, সাক্ষীকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন ধোনি। স্ত্রীর প্রতি আত্মিক সম্পর্কই বোঝা যায় এই ছবি থেকে। এ ছাড়া বাইরের যেকোনো চাপ থেকে স্ত্রীকে আগলে রাখার মনোভাব দেখা যায় ধোনির মধ্যে। যে কারণে ক্যামেরার সামনে খুব একটা আসতে দেখা যায় না সাক্ষীকে। ২০১১ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ জেতার পরও আড়ালে ছিলেন সাক্ষী। বিশ্বকাপ শিরোপা নিয়ে সবাই যখন স্ত্রী-সন্তানদের সঙ্গে মাঠে উদ্‌যাপনে ব্যস্ত ছিলেন, ধোনি আর সাক্ষীকে দেখা গেছে ড্রেসিংরুমে।

স্ত্রীর সঙ্গে থাকলে অন্য ধোনি

ক্রিকেট মাঠে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে পরিচিত মহেন্দ্র সিং ধোনি। মাঠের ভেতরে কোনো আবেগই যেন ছোঁয় না তাঁকে। দেখে মনে হতে পারে হাসি-আনন্দ বলে কোনো কিছু নেই তাঁর জীবনে। কিন্তু স্ত্রী সাক্ষীর সামনে এলেই যেন দেখা মেলে অন্য এক ধোনির। স্ত্রীর সঙ্গে সব সময় হাসিখুশি দেখা যায় ধোনিকে। তাঁর এই হাসিমাখা মুখই বলে দেয়, সাক্ষীর সঙ্গে কতটা আনন্দে থাকেন ধোনি। স্ত্রীর সামনে নিজের ‘সিরিয়াস’ ভাবটি সরিয়ে রেখে নির্দ্বিধায় আনন্দে মেতে উঠতে পারেন। শুধু ক্যামেরার সামনে নয়, পেছনেও স্ত্রীর সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন।

একই রকম পোজ

সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা ছবিতে বেশির ভাগ সময় দেখা যায়, দুজনকে একই রকম পোজ দিতে। ক্যামেরার বাইরেও দুজনকে দেখা যায় একই রকম ভঙ্গিতে। একই ভঙ্গিতে হাঁটাচলা করা, ছবিতে একই রকম পোজ দেওয়া, নিজেদের একই রকম আচরণ তাঁদের বোঝাপড়া আর আস্থার প্রতীক।

কাছাকাছি থাকা

সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা ছবি হোক আর ক্যামেরার বাইরে বাস্তব জীবনে, স্ত্রীর সঙ্গে সব সময়ই বেশ কাছাকাছি থাকতে দেখা যায় ধোনিকে। তাঁদের এই পাশাপাশি থাকা ভালো সম্পর্কের বহিঃপ্রকাশ। দুজন যে একে অপরের সঙ্গ বেশ উপভোগ করেন, সেটা বোঝা যায় তাঁদের কাছাকাছি থাকা দেখে।

সাক্ষীর হাত ধরা

ধোনির সঙ্গে বেশির ভাগ ছবিতেই সাক্ষীকে দেখা যায় ধোনির হাত জড়িয়ে ধরে থাকতে। ধোনিকে কাছাকাছি রাখা, সময় কাটানোর সর্বোচ্চ চেষ্টা করেন সাক্ষী। যা থেকে বোঝা যায়, ধোনির প্রতি সাক্ষীর প্রেম ও ভালোবাসা যথেষ্ট গভীর। সামনাসামনি প্রকাশ না করলেও ছোট ছোট বিষয় থেকে সাক্ষী আর ধোনির ভালোবাসা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া