বাগ্দান সারলেন মিস্টার বিস্ট। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ইউটিউবারের সাবস্ক্রাইবার এখন ৩৪০ মিলিয়ন। ২৬ বছর বয়সী জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট বড়দিনের ঘরোয়া আয়োজনে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিলেন দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সনকে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
সূত্র: বিবিসি