কানাডীয় হলিউড তারকা কিয়ানু রিভসের একটা পুরোনো বক্তব্য এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস আর শর্টস হয়ে ভাইরাল। কেননা কথাটি সব সময়ই প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন, ‘তোমাকে যদি ভালোবাসার জন্য যুদ্ধই না করতে হয়, এ কেমন ভালোবাসা!’ কিয়ানুর মতে, যে ভালোবাসায় সংগ্রাম নেই, সেটা খুবই ম্যাড়মেড়ে। সেই ভালোবাসার সম্পর্ক অতটা মজবুতও নয়। বলিউড তারকা সোনাক্ষী সিনহা যেন সে রকমই এক সংগ্রামী ভালোবাসার পরিচয় দিলেন। তিনি তাঁর মা–বাবার সবচেয়ে প্রিয় সন্তান। আর মা–বাবার ‘অপছন্দের’ পাত্রের সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করতে চলেছেন তিনি। একদিকে চলছে মান–অভিমানের নীরব ঠান্ডা লড়াই, আরেক দিকে জমকালো আয়োজন, হইহুল্লোড়। কনে সনাতন ধর্মানুসারী, পাত্র জহির ইকবাল মুসলমান। আর তাতে সায় নেই পরিবারের। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক এই বিয়ের বিস্তারিত।