কানাডীয় হলিউড তারকা কিয়ানু রিভসের একটা পুরোনো বক্তব্য এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস আর শর্টস হয়ে ভাইরাল। কেননা কথাটি সব সময়ই প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন, ‘তোমাকে যদি ভালোবাসার জন্য যুদ্ধই না করতে হয়, এ কেমন ভালোবাসা!’ কিয়ানুর মতে, যে ভালোবাসায় সংগ্রাম নেই, সেটা খুবই ম্যাড়মেড়ে। সেই ভালোবাসার সম্পর্ক অতটা মজবুতও নয়। বলিউড তারকা সোনাক্ষী সিনহা যেন সে রকমই এক সংগ্রামী ভালোবাসার পরিচয় দিলেন। তিনি তাঁর মা–বাবার সবচেয়ে প্রিয় সন্তান। আর মা–বাবার ‘অপছন্দের’ পাত্রের সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করতে চলেছেন তিনি। একদিকে চলছে মান–অভিমানের নীরব ঠান্ডা লড়াই, আরেক দিকে জমকালো আয়োজন, হইহুল্লোড়। কনে সনাতন ধর্মানুসারী, পাত্র জহির ইকবাল মুসলমান। আর তাতে সায় নেই পরিবারের। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক এই বিয়ের বিস্তারিত।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সোনাক্ষী ও জহিরের গায়েহলুদের দুটি ছবিআজ ২৩ জুন জহিরের বান্দ্রার ফ্ল্যাটে চলছে বিয়ের আয়েজন। বিতর্ক কমিয়ে ইমেজ রক্ষার খাতিরে বাবা শত্রুঘ্ন সিনহাও টুনি বাতিতে সাজিয়েছেন বাংলো ‘রামায়ণ’। আলোয় সেজে ওঠা বাড়িটির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালসোনাক্ষীর মা–বাবাও যোগ দিয়েছেন বিয়েতে। হবু বর–কনেকে আশীর্বাদ করেছেন তাঁরামুসলিম বা সনাতন—কোনো রীতি মেনেই বিয়ে করবেন না সোনাক্ষী বা জহির। জানা গেছে, শুধু আইনি মতে জহির আর সোনাক্ষী চিরবন্ধনে আবদ্ধ হতে চলেছেনসামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে যে ধর্ম পরিবর্তন করতে পারেন সোনাক্ষী। তাঁর মুসলিম নাম হতে পারে ‘জোয়া’। এই গুজবের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম২১ জুন জহিরের ফ্ল্যাটে হয় এই দুজনের গায়েহলুদের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন আরেক বলিউড তারকা হুমা কুরেশীসহ এই দুজনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা। ২০২২ সালে ডাবল এক্সএল সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সোনাক্ষী, জহির ও হুমার বন্ধুত্ব গড়ে ওঠেসোনাক্ষী আর জহির ২০২০ সাল থেকে প্রেম করছেন। আবার কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই দুজনের ৭ বছরের সম্পর্ক ২০২২ সালে সোনাক্ষী ও জহির ডাবল এক্সএল সিনেমায় অভিনয় করেনজহির সোনাক্ষীর সঙ্গে দেশের বাইরে ঘুরতে গিয়ে সেসবের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেনবলিউডে জহিরের তুলনায় সোনাক্ষী সফল তারকা। ৩৭ বছর বয়সী সোনাক্ষী ২৪ বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কয়েকটি ব্লকবাস্টার। পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন তিনিঅন্যদিকে ৩৫ বছর বয়সী জহির দেখা দিয়েছেন ‘নোটবুক’ (২০১৯) ও ‘ডাবল এক্সএল’ (২০২২) সিনেমায়। দুটি সিনেমাই বক্স অফিসে সুপার ডুপার ফ্লপ!ইনস্টাগ্রামে সোনাক্ষীর অনুসারী ছাড়িয়ে গেছে ২ কোটি ৮১ লাখ। অন্যদিকে জহিরের অনুসারী ৬ লাখ ৮২ হাজারদ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস অনুসারে, জহির মাত্র পাঁচ কোটি রুপির মালিক। অন্যদিকে সোনাক্ষীর কেবল নিজের উপার্জিত সম্পদই আছে ১০০ কোটি রুপির বেশিঅন্যদিকে সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা কমপক্ষে ২১০ কোটি রুপির মালিক। শত্রুঘ্ন সিনহা সফল বলিউড তারকা ও রাজনীতিবিদ। দীর্ঘ সময় ধরে তিনি সংসদ সদস্য ছিলেন, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। বিজেপি থেকে আসন না পেয়ে ২০২২ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন ও বিপুল ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে সদস্য হনসোনাক্ষী সিনহা পাঞ্জাবি পরিবারের সদস্য। অন্যদিকে জহির গুজরাটি ব্যবসায়ী পরিবারের সদস্য