সবচেয়ে কাছের বন্ধুকে যে ৭টি প্রশ্ন অবশ্যই করবেন

সেরা বন্ধুর সঙ্গে কত আলাপই তো হয়। এই কিঞ্চিৎ অস্বস্তিকর অথচ স্বাস্থ্যকর ৭ প্রশ্নের উত্তর আপনার কাছের বন্ধুর কাছ থেকে জেনে নিন। এতে আপনার নিজেকে চিনতে, জানতে, শুধরে নিতে সুবিধা হবে। বন্ধুত্বও মজবুত হবে। মনে রাখবেন, ‘টাফ কনভারসেশন’ আন্তরিক ও সত্যিকারের সম্পর্ককে প্রতিনিয়ত আরও শক্তিশালী করে। জেনে নিন, আপনার সবচেয়ে কাছের বন্ধুকে যে সাতটি প্রশ্ন করবেন।

তোমার মতে, আমার সবচেয়ে খারাপ অভ্যাস কোনটা? যেটা আমাকে চিরতরে ত্যাগ করতেই হবে
ছবি: প্রথম আলো
আমার কোনো আচরণে কি তুমি কষ্ট পেয়েছ? সেটা কী?
ছবি: প্রথম আলো
তোমার জীবনে এমন কোনো পরিস্থিতি কি গেছে, যেখানে তুমি আমাকে প্রত্যাশা করেছিলে; কিন্তু আমি সেভাবে সাড়া দিতে পারিনি বা পাশে থাকতে পারিনি?
ছবি: প্রথম আলো
আমার কোন পরিবর্তন নিয়ে তুমি খুশি বা সন্তুষ্ট নও? কেন?
আমাদের বন্ধুত্বের কোন দিকটি তোমার মনে হয় অন্যরকম হলে আরও ভালো হতো? সেই অন্যরকমটা কেমন?
এমন কি কোনো কথা আছে, যেটি তুমি আমাকে বলবে বলবে করেও বলছ না?
তোমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় কী ছিল? সেটি তুমি কীভাবে কাটিয়ে উঠেছ? (নিজের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের বিষয়েও বন্ধুকে জানাতে ভুলবেন না।)

সূত্র: ভেরি ওয়েল মাইন্ড