সম্পর্কের ১ বছরের মাথায় সুখবর দিলেন সেলেনা

অবশেষে বাগদানের সুখবরটা দিয়েই দিলেন সেলেনা গোমেজ। নিজেই ইনস্টাগ্রামে হিরের আংটি ও বেশ কিছু ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন খবর। মার্কিন এই গায়িকা ও অভিনেত্রীর পোস্টের নিচে সবার আগে শুভকামনা জানিয়েছেন কে? সেলেনার সবচেয়ে কাছের বন্ধু, আরেক সংগীত তারকা টেইলর সুইফট। আর প্রেমিক বেনি ব্লাঙ্কো লিখেছেন, ‘হেইই, (ছবিতে যে মেয়েটাকে দেখছেন), সে আমার স্ত্রী।’ ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

শুরু থেকেই বেনির সঙ্গে সম্পর্ক নিয়ে নিশ্চিত ছিলেন সেলেনা। বছরখানেক আগেই ছবি প্রকাশ করে জানিয়েছিলেন, তিনি তাঁর ‘জীবনের ভালোবাসা’ খুঁজে পেয়েছেন।
ছবি: সেলেনা গোমেজের ইনস্টাগ্রাম থেকে
বছরখানেক আগে জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে ৩৬ বছর বয়সী প্রেমিক বেনি ব্লাঙ্কোর বাহুডোরেই খুঁজে পেয়েছেন স্থিতি। এখন ৩২ বছর বয়সী সেলেনার অনামিকায় জ্বলজ্বল করছে হিরের আংটি।
মার্কিন সংগীত প্রযোজক, গীতিকার ও লেখক বেনি ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কের এক বছরের মাথায় সেরে ফেললেন বাগদানের আনুষ্ঠানিকতা।
ক্যাপশনে সেলেনা লিখেছেন, ‘“চিরকাল”–এর শুরু এখানেই’।
এর আগে একাধিকবার প্রেমে বিচ্ছেদের ফলে ভয়াবহ মানসিক বিপর্যয়ের ভেতর দিয়ে গেছেন সেলেনা। এ কারণেই এই ‘সেলফ মেড বিলিয়নিয়ার’ নিজের ব্যবসা থেকে আয়ের একটা বড় অংশ বিলিয়ে দেন মানসিক স্বাস্থ্যসেবায়।
সেলেনার মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বা ১৫ হাজার ৫০০ কোটি টাকা। অন্যদিকে প্রেমিক বেনি ৫০ মিলিয়ন ডলার বা ৫৯৮ কোটি টাকার মালিক।
ইনস্টাগ্রামে সেলেনার অনুসারী সংখ্যা ছাড়ি গেছে ৪২ কোটি ৩০ লাখ। অন্যদিকে সেলেনার সঙ্গে সম্পর্কের আগে বেনির অনুসারী ছিল মাত্র ১০ লাখ। ইনস্টাগ্রামে বেনির ভক্তসংখ্যা ছাড়িয়ে গেছে ১৮ লাখ।
বিশ্ব সংগীতের ভবিষ্যতের এই ‘পাওয়ার কাপল’ এই মুহূর্তে ভাসছেন অভিনন্দনের জোয়ারে।
সেলেনার মিউজিক ভিডিওতে টেডি বিয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন ব্লাঙ্কো। সেখান থেকে পরিচয়। এখন তিনি সেলেনার জীবনসঙ্গী হতে চলেছেন।