সম্পর্কে এই ২০ গ্রিন ফ্ল্যাগের কতগুলো আপনার সঙ্গীর ভেতর আছে, মিলিয়ে নিন

সম্পর্কে গ্রিন ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। জেন–জিদের চর্চার অন্যতম জনপ্রিয় টপিক। চট করে জেনে নেওয়া যাক সম্পর্কের ২০টি গ্রিন ফ্ল্যাগ সম্পর্কে। এর কতগুলো আপনার সঙ্গীর ভেতরে আছে, মিলিয়ে নিন।  

দাম্পত্য সম্পর্কটা যদি হয় বন্ধুত্বের—সেই দাবি কখনো ফুরায় না
ছবি: প্রথম আলো

১. নিজের ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে  স্বীকার করা, সরি বলা।
২. কথা দিয়ে কথা রাখা।  
৩. আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক রাখতে উৎসাহিত করা।  
৪. প্রাক্তনের সম্পর্কে সম্মান রেখে কথা বলা।
৫. আপনার গোপনীয়তাকে সম্মান করা। সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ড না চাওয়া বা মোবাইল চেক না করা।  

৬. মাঝেমধ্যে ঘুরতে যাওয়া। নতুন নতুন রঙিন স্মৃতি তৈরি করা।
৭. একজন আরেকজনকে বদলাতে না চাওয়া, যে যেমন, তাঁকে সেভাবে মেনে নিয়ে দুজনে একসঙ্গে বেড়ে ওঠা, আরও পরিণত হয়ে ওঠা।  
৮. সঙ্গীকে বিশ্বাস করা। সম্মান ও গোপনীয়তা রক্ষা করে চলা। ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ না করা।  
৯. কোনো সমস্যা দেখা দিলে কার দোষ, সেটা নিয়ে ঘাঁটাঘাটি না করে সমাধানের প্রতি মনোযোগী হওয়া।
১০. সঙ্গীর কথা মন দিয়ে শোনা।

মাঝেমধ্যে দুজনে মিলে বেড়াতে যান

১১. ঘরের কাজ দুজনে মিলে করা।  
১২. ছোট ছোট বিষয়ে ‘কমপ্লিমেন্ট’ দেওয়া।
১৩. কখনো সম্পর্ককে ‘ফর গ্রান্টেট’ হিসেবে না নেওয়া।
১৪. সেন্স অব হিউমারের পরিচয় দেওয়া।
১৫. দায়িত্ব নেওয়া।

১৬. সঙ্গী আশেপাশে থাকলে নিরাপদ বোধ করা।
১৭. ক্ষমা করে দেওয়া। সেরে উঠতে একে অপরকে সাহায্য করা।
১৮. হাঁপিয়ে উঠলে একটু বিরতি নিয়ে নতুন উদ্যমে, নতুন মাত্রায় শুরু করা।
১৯. কোথায় আছেন, কী করছেন, কেন করছেন, কী হয়েছে ইত্যাদি ছোট ছোট বিষয় সঙ্গীর সঙ্গে শেয়ার করা।
২০. সম্পর্কে ‘সীমারেখা’ রাখা। কিছু কিছু কথা বা বিষয় থাকে, সেগুলো একান্ত নিজের। ব্যক্তিগত জীবনের সেইসব গোপনীয়তায় নাক না গলানো।


সূত্র: থেরাপিস্ট এইড