সামাজিক যোগাযোগমাধ্যম এমন এক জায়গা, যেখানে কয়েক ঘণ্টা পরই নতুন আলোচনার ‘টপিক’ এসে পুরোনোকে হটিয়ে জায়গা করে নেয়। দুদিনের বেশি প্রায় কোনো আলাপই টেকে না। অথচ অনুপম–পিয়া–পরমব্রত নিয়ে এখনো ‘গরম’ ফেসবুক–এক্স–ইনস্টাগ্রাম। দুই বাংলার ও বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক অনুপম যা–ই করছেন, তা–ই আছে আলোচনায়। একনজরে দেখে নেওয়া যাক সেসব...