ভারতের ছোট পর্দা থেকে যাঁরা সবচেয়ে বেশি আমজনতার ভালোবাসা কুড়িয়েছেন, তাঁদের ভেতর জেনিফার উইঙ্গেট অন্যতম। নতুন বছরের প্রাক্কালে নিজের জীবনদর্শন নিয়ে জেনিফারের একটা সাক্ষাৎকার ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখানে উঠে এসেছে সাবেক জীবনসঙ্গীর সঙ্গে ছাড়াছাড়ির পর কীভাবে সামলে উঠে সামনে এগিয়েছেন।
অনেকে বলেন, করণ সিং গ্রোভার নাকি ‘ওভাররেটেড’। দুবার বিচ্ছেদের পর তিনি বলিউড তারকা বিপাশা বসুকে বিয়ে করেন। এর আগে তাঁর তিন বছরের বিবাহিত জীবন ছিল জেনিফার উইঙ্গেটের সঙ্গে। তার আগে আরেক অভিনয়শিল্পী শ্রদ্ধা নিগমের সঙ্গে বিয়ের সম্পর্ক ছিল ১০ মাস১৯৯৫ সালে মাত্র ১০ বছর বয়স থেকে অভিনয় শুরু করেন জেনিফারপ্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে এই তারকা বলেন, ‘ক্যারিয়ারে খুব ভালো অবস্থায় ছিলাম। সেই সময় প্রেমে পড়লাম। যাকে বলে তুমুল প্রেম! বিয়ে করলাম নিজের ভালোবাসার মানুষকে। আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কেননা সবকিছু ছিল “পারফেক্ট”। তারপরই জীবনের মুখোমুখি হলাম। জানলাম, জীবনে “পারফেক্ট” বলে কিছু হয় না। সব ভেঙে গেল, ভেস্তে গেল, ভেসে গেল। নতুন করে আমি জন্ম নিলাম। আর জীবন এমনই। ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানো, আবার হাঁটতে শেখা।’২০১৪ সালে করণের সঙ্গে বিচ্ছেদের পর থেকে এক দশক ধরে জেনিফার এখন পর্যন্ত অফিশিয়ালি সিঙ্গেল। যদিও একাধিক ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কের গুজব উঠেছে৩৮ বছর বয়সী ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার জেনিফারের ব্যক্তিত্ব, জীবনদর্শন—সবই ভক্তরা ভালোবাসেনকরণের সঙ্গে বিচ্ছেদের পর প্রায় দুই বছর অভিনয়, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে ছিলেন। সেই সময় নিয়ে জেনিফার বলেন, ‘সবাই বলছিল যে তুমি ঘুরে বেড়াও, আড্ডা দাও, পার্টি করো, সবার সঙ্গে মেশো, কথা বলো, সম্পর্কে জড়াও ভালো লাগবে। তাড়াতাড়ি সেরে উঠবে। যখন আমি নিজেই কী অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, বুঝে উঠতে পারছি না, তখন কীভাবে আমি অন্য মানুষের মুখোমুখি হব? নিজের সঙ্গই যদি নিজের ভালো না লাগে, তাহলে কখনোই অন্যের সঙ্গ আমাকে সেই অনুভূতি দিতে পারবে না।’জেনিফার বলেন, ‘আমি আগে নিজের সঙ্গে নিজের বোঝাপড়াটা করেছি। যেটা ঘটেছে, মেনে নিয়েছি। বিচ্ছেদের কারণে আবিষ্কার করেছি যে আমি অনেক শক্তিশালী। আমার সত্যিকারের বন্ধুদের চিনেছি। আর আমার পরিবার যেভাবে আমার পাশে থেকেছে, আমাকে সমর্থন জুগিয়েছে, সেটা দুর্দান্ত, চমৎকার।’প্রথমবার ‘গুজব’ যাচাই করতে গিয়ে করণ আর বিপাশাকে সেটে অন্তরঙ্গ অবস্থায় দেখে প্রকাশ্যেই করণকে চড় মেরেছিলেন জেনিফার। বলেছিলেন, করণের মতো বেঈমান, প্রতারক, মিথ্যাবাদী জীবনে দেখেননি। বিরতির পর আবার কাজে ফিরেছেন জেনিফার। স্বাভাবিক জীবনে ফিরে করণকে শুভকামনা জানিয়েছেন। করণ আর বিপাশা কন্যাসন্তানের বাবা-মা হওয়ার পরও তাঁদের নতুন জীবনের জন্য জানিয়েছেন শুভকামনা।জেনিফার উইঙ্গেট বলেন, ‘অনেকে আমাকে বলেছে ব্যর্থ। জীবনে যেটার জন্য নিজেকে উজাড় করে দিয়ে চেষ্টা করেছি, সেটা না টেকায় নাকি আমি ব্যর্থ। ঘর ভাঙার পর নারীদের এগুলোই শুনতে হয়। কী অদ্ভুত আমাদের সমাজ। কী আশ্চর্যের ব্যাপার! আমি মনে করি, যেটা ঘটেছে, ভালোর জন্যই ঘটেছে। আমার জন্য ভালো হয়েছে। আমি শিখেছি আর শক্তিশালী হয়েছি। আমি তো সবাইকে বলি, জীবনে যদি শিখতে চান, কিছু করতে চান, তাহলে ভুল করুন। আরও ভুল করুন। বিপর্যয় সামালে নিন। উঠে দাঁড়ান। সবকিছুর জন্য এবার আপনি প্রস্তুত।’তারকাদের ক্রমাগত নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়। জেনিফার কীভাবে সেগুলো সামাল দেন, জানতে চাইলে গুণী অভিনেত্রী বলেন, ‘এগুলো গায়ে নিলে তো জীবনে এগোনো সম্ভব নয়। এগুলো আমাদের জীবনের অংশ। শুরুতে সবাই কমবেশি আহত হন। ধীরে ধীরে মানিয়ে নেন। এখন তো “হেটার্স” থাকা তারকা হওয়ার একটা অংশ হয়ে গেছে।’জেনিফারের একটা ছেলে। তবে এই ছেলের বাবা কে, কেউ জানে না। জেনিফার এ বিষয় নিয়ে কথা বলেন না। কোনো প্রশ্নও ‘অ্যালাউ’ করেন নাজেনিফারের পোষা কুকুর আছে। কুকুরটি জেনিফারের একান্ত আপনজনঘোড়াও পালেন জেনিফারইনস্টাগ্রামে তাঁর অনুসারীসংখ্যা ছাড়িয়ে গেছে ১ কোটি ৭২ লাখজেনিফারের মোট সম্পদের পরিমাণ ৫৮ কোটি রুপি বা ৭৬ কোটি টাকাঘুরে বেড়াতে ভালোবাসেন জেনিফার। সময় পেলেই ছুটে বেড়ান বিশ্বের নানা প্রান্তে। এখনো তিনি লাখো হৃদয়ের ‘ক্রাশ’