ভারতের ছোট পর্দা থেকে যাঁরা সবচেয়ে বেশি আমজনতার ভালোবাসা কুড়িয়েছেন, তাঁদের ভেতর জেনিফার উইঙ্গেট অন্যতম। নতুন বছরের প্রাক্কালে নিজের জীবনদর্শন নিয়ে জেনিফারের একটা সাক্ষাৎকার ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখানে উঠে এসেছে সাবেক জীবনসঙ্গীর সঙ্গে ছাড়াছাড়ির পর কীভাবে সামলে উঠে সামনে এগিয়েছেন।