লিঙ্গবৈষম্যের ফলে অনেক ছেলেশিশু পরে আবেগীয়ভাবে দুর্বল হয়ে গড়ে ওঠে। জীবনের পদে পদে বাধার সম্মুখীন হয়, হোঁচট খায়। তাঁর সম্ভাবনা সঙ্কুচিত হয়ে যায়। ওই ছেলেসন্তানের জন্য পরবর্তী জীবনে সফল আর সুখী হওয়া চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তবে আপনি যদি লিঙ্গবৈষম্য না রেখে ছেলে সন্তানকে জীবনযাপনের সমস্ত প্রয়োজনীয় দক্ষতার শিক্ষা ছোটবেলা থেকেই দেন, তাতে আপনার ছেলেশিশুর সর্বাঙ্গীণ বিকাশ সহজ হয়।
পেডসডকটকের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পেডিয়াট্রিশিয়ান ডা. মোনার পরামর্শ অনুসারে জানা যায়, আপনার ছেলেশিশুকে যে পাঁচটি জিনিস অবশ্যই শেখাবেন।
কান্না একটা স্বাভাবিক আবেগীয় বহিঃপ্রকাশ। কান্না মানুষের মানসিক স্বাস্থ্য ও আবেগীয় বুদ্ধিমত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পুতুল দিয়ে খেলার মাধ্যমে আপনার শিশুর ভেতরে অন্যের যত্ন নেওয়া বা দেখভালের বিষয়টি গড়ে উঠবে। আপনি যদি চান, আপনার ছেলেসন্তান পরবর্তীতে তার সন্তান, মা–বাবা ও অন্যদের প্রতি যত্নশীল হোক, তাহলে ছোটবেলায় তাকে পুতুল উপহার দিন।
একাধিক গবেষণায় উঠে এসেছে, ভবিষ্যতে সুখী আর আত্মবিশ্বাসী হয়ে গড়ে তুলতে শিশুদের ছোটবেলা থেকেই নিজের কাজ, টুকিটাকি ঘরের কাজ, ছোট ছোট দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই। বয়স অনুসারে ছেলেশিশুকে ঘরের কাজ করান। এতে সে আত্মবিশ্বাসী আর আত্মনির্ভরশীল হয়ে বেড়ে উঠবে।
রান্না জীবনধারণের জন্য খুবই প্রয়োজনীয় দক্ষতা। নিজের পছন্দমতো রান্না করে খাওয়া খুবই চমৎকার একটা ব্যাপার। জীবনকে সহজ করতে রান্না জানা জরুরি।
আপনার ছেলে শিশুকে ‘গুড টাচ’, ‘ব্যাড টাচ’–এর শিক্ষা দিন। সে নিজে যাতে ব্যাড টাচের বিষয়ে সচেতন হয়, সে জন্য বিষয়টি একটু একটু করে শেখান। তার শরীরের বিশেষ অঙ্গে কেউ অযাচিতভাবে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে জানাতে বলুন। সে নিজেও যাতে কোনো মেয়েকে জোর করে জড়িয়ে না ধরে, চুমু না খায়, সেই বিষয়ে সতর্ক করুন।
ধীরে ধীরে নারীদের সম্মান করার বিষয়টি আপনার ছেলেশিশুর ভেতর ঢুকিয়ে দিন। একটা ছেলে সন্তান তখনই অন্য নারীকে সম্মান করবে, যখন সে দেখবে যে তার বাবা তার মা ও পরিবারের অন্য নারীদের সম্মান করছে।
সূত্র: পেডসডকটক–এর ইনস্টাগ্রাম হ্যান্ড