বিয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের, অন্তর্জাল–দুনিয়া অবশ্য মেতেছে ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনকে নিয়ে। সে আলাপে যুক্ত হয়েছেন অমিতাভ বচ্চনের ‘প্রাক্তন প্রেমিকা’ রেখা। অভিষেক বচ্চন বিয়েবাড়িতে ঢুকেছেন মা-বোনের সঙ্গে, এদিকে ঐশ্বরিয়া ঢুকেছেন মেয়েকে সঙ্গে নিয়ে। তা নিয়ে অনলাইন সরগরম। অভিষেককে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
খেয়াল করুন: লেখাটিতে অনন্ত আম্বানির বিয়েতে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দেখা হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল এবং একটি ছবিও প্রকাশ করা হয়েছিল। তবে যাচাই করে দেখা গেছে, ছবিটি ছিল সম্পাদিত। তাই ছবি ও তথ্য সরিয়ে ফেলা হলো।—বি. স.