অভিষেক বিয়েবাড়িতে ঢুকেছেন মা–বোনের সঙ্গে, ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে

বিয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের, অন্তর্জাল–দুনিয়া অবশ্য মেতেছে ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনকে নিয়ে। সে আলাপে যুক্ত হয়েছেন অমিতাভ বচ্চনের ‘প্রাক্তন প্রেমিকা’ রেখা। অভিষেক বচ্চন বিয়েবাড়িতে ঢুকেছেন মা-বোনের সঙ্গে, এদিকে ঐশ্বরিয়া ঢুকেছেন মেয়েকে সঙ্গে নিয়ে। তা নিয়ে অনলাইন সরগরম। অভিষেককে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

কয়েক বছর ধরে চলছে অভিষেক–ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন
ফাইল ছবি: ইনস্টাগ্রাম থেকে
একাধিকবার ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বচ্চন বাড়ি থেকে বের হয়ে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বরিয়া। থাকছেন মায়ের বাড়ি। সে ঘটনার ইঙ্গিত মিলল আম্বানিদের বিয়ের আয়োজনে
অভিষেক বচ্চন হাজির হয়েছেন বাবা অমিতাভ বচ্চন, মা জয়া বচ্চন, বোন শ্বেতা বচ্চন, বোনজামাই নিখিল নন্দা, শ্বেতা–নিখিল দম্পতির দুই সন্তান নব্য নন্দা ও অগস্ত্যা নন্দার সঙ্গে
এদিকে ঐশ্বরিয়া হাজির হয়েছেন মেয়ে আরাধ্য রাই বচ্চনের সঙ্গে। ‘বচ্চন রি–ইউনিয়নে’ অংশ নেননি এই দুজন
জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের পোশাক, গয়না, সাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ট্রল। অনেকেই লিখেছেন, ‘বাড়িতে কি আর কিছু আছে? নাকি সবই পরে এসেছেন এই মা–মেয়ে?’
ঐশ্বরিয়ার ঘর ভাঙার জন্য নাকি এই দুই নারী দায়ী, সে আলাপও চলছে
শ্বেতার ব্লাউজ, নেকপিস নিয়ে চলছে সমালোচনা, পোশাক আর গয়না বেমানান লেগেছে ফ্যাশন সমালোচকদের কাছে। ছবিতে শ্বেতা বচ্চন নন্দা ও তাঁর মেয়ে নব্য নন্দা
তবে সবচেয়ে বেশি সমালোচনা চলছে অভিষেক বচ্চনকে নিয়ে
অভিষেক কেন স্ত্রী, কন্যাকে সঙ্গ দিলেন না, তা নিয়ে নেটিজেনরা রীতিমতো ধুয়ে দিচ্ছেন তাঁকে। অন্যদিকে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনকে ‘সোশ্যাল মিডিয়া ট্রায়ালে’ বলা হচ্ছে ‘টক্সিক’ নারী। এর আগে শ্বেতা বচ্চন যে ঐশ্বরিয়াকে ইঙ্গিত করে ‘হায়েনা’ বলেছিলেন, সেটিও উঠে আসছে আলোচনায়
অভিষেককে বলা হচ্ছে “মামা’স বয়”। স্বামী ও বাবা হিসেবে অনেকে তাঁকে ‘ব্যর্থ’ও আখ্যা দিয়েছেন।
এক বছর ধরে অভিষেকের অনামিকায় বাগদানের আংটি দেখা যাচ্ছে না। এ ঘটনা ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
বিয়েবাড়িতেও ঐশ্বরিয়া রাইকে বচ্চন পরিবারের কারও সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যায়নি
ঐশ্বরিয়া গল্প করছেন রেখার সঙ্গে, এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে
বিয়েবাড়িতে রেখা
খেয়াল করুন: লেখাটিতে অনন্ত আম্বানির বিয়েতে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দেখা হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল এবং একটি ছবিও প্রকাশ করা হয়েছিল। তবে যাচাই করে দেখা গেছে, ছবিটি ছিল সম্পাদিত। তাই ছবি ও তথ্য সরিয়ে ফেলা হলো।—বি. স.