২০১৮ সাল থেকে নানা সময়ে প্রকাশ্যে এসেছে অভিনেতা রবার্ট প্যাটিনসন ও অভিনেত্রী–গায়িকা সুকি ওয়াটারহাউসের যৌথ ছবি। তারও এক বছর আগে বাগদত্তা এফ কে এ টুইগের সঙ্গে প্যাটিনসনের বিচ্ছেদ হয়ে যায়। গুঞ্জন আছে, সে সময় থেকেই সুকি–প্যাটিনসনের সম্পর্ক। সম্প্রতি ভক্তদের নিজেই মা হওয়ার খবর জানিয়েছেন সুকি ওয়াটারহাউস। সেটাও অভিনব উপায়ে, কনসার্টের মঞ্চে। মেক্সিকো শহরে ‘করোনা ক্যাপিটাল ফেস্টিভ্যালে’ পারফর্ম করতে গিয়ে সুকি তার গায়ে জড়ানো পশমি কোট সরিয়ে বেবিবাম্প দেখিয়ে ভক্তদের উদ্দেশে বলেন, ‘আজ আমি বেশি উজ্জ্বল হয়েছি, যাতে যেটা ঘটতে চলেছে, সেদিক থেকে তোমাদের মনোযোগ অন্যদিকে সরে না যায়।’ ছবিতে এই জুটির প্রেমের গল্প জানাচ্ছেন তাইয়্যেবা তাবাস্সুম