প্যাটিনসনের বান্ধবী সুকি মা হতে চলেছেন, ছবিতে জানুন এই জুটির গল্প

২০১৮ সাল থেকে নানা সময়ে প্রকাশ্যে এসেছে অভিনেতা রবার্ট প্যাটিনসন ও অভিনেত্রী–গায়িকা সুকি ওয়াটারহাউসের যৌথ ছবি। তারও এক বছর আগে বাগদত্তা এফ কে এ টুইগের সঙ্গে প্যাটিনসনের বিচ্ছেদ হয়ে যায়। গুঞ্জন আছে, সে সময় থেকেই সুকি–প্যাটিনসনের সম্পর্ক। সম্প্রতি ভক্তদের নিজেই মা হওয়ার খবর জানিয়েছেন সুকি ওয়াটারহাউস। সেটাও অভিনব উপায়ে, কনসার্টের মঞ্চে। মেক্সিকো শহরে ‘করোনা ক্যাপিটাল ফেস্টিভ্যালে’ পারফর্ম করতে গিয়ে সুকি তার গায়ে জড়ানো পশমি কোট সরিয়ে বেবিবাম্প দেখিয়ে ভক্তদের উদ্দেশে বলেন, ‘আজ আমি বেশি উজ্জ্বল হয়েছি, যাতে যেটা ঘটতে চলেছে, সেদিক থেকে তোমাদের মনোযোগ অন্যদিকে সরে না যায়।’ ছবিতে এই জুটির প্রেমের গল্প জানাচ্ছেন তাইয়্যেবা তাবাস্সুম

প্যাটিনসন ও ওয়াটারহাউসকে ২০১৮ সালের জুলাই মাস থেকে ঘনিষ্ঠভাবে মিশতে দেখা যায়
প্যাটিনসন ও ওয়াটারহাউসকে ২০১৮ সালের জুলাই মাস থেকে ঘনিষ্ঠভাবে মিশতে দেখা যায়
২০১৯ সালে সুকি ওয়াটারহাউসের ২৭তম জন্মদিন তাঁরা একসঙ্গে পালন করেন। ভক্তরাও অবশ্য অনেকবার তাঁদের লন্ডন বা নিউইয়র্কের অলিগলিতে হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখেছেন
২০২০ সালে করোনার সময় প্যাটিনসনের ‘ব্যাটম্যান’ সিনেমার শুটিং যখন বন্ধ, তখন তাঁরা একসঙ্গে এক বাড়িতেই ছিলেন বলে জানা যায়। ২০২০ সালের শেষ দিকে সুকি–প্যাটিনসনকে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যায়। প্যাটিনসনের মা–বাবাও এ সময় তাঁদের সঙ্গেই ছিলেন। যে কারণে খবর রটে যে সন্তানের বাগদান পাকা করতেই লন্ডনে একত্র হয়েছেন তাঁরা
সুকি-প্যাটিনসনের সম্পর্ক আরও আলোচনায় আসে ২০২১ সালের এপ্রিলে, সুকি ওয়াটারহাউস তাঁর একটা সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করার পর। যে সেলফির পেছনে থাকা একটি ফটোফ্রেমে ধরা পড়ে রবার্ট প্যাটিনসন ও সুকি ওয়াটারহাউসের চুম্বনরত একটি ছবি (হলুদ বৃত্তের ভেতরে)।
২০২২ সালে ‘জিকিউ’ ম্যাগাজিনের মার্চ সংখ্যার প্রচ্ছদে আসেন রবার্ট প্যাটিনসন। সে উপলক্ষে ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি সাক্ষাৎকারে কথায় কথায় জিকিউ ম্যাগাজিনকে প্যাটিনসন তাঁর ‘গার্লফ্রেন্ড’ ওয়াটারহাউস সম্বন্ধেও কয়েকটি তথ্য জানান। মাসখানেক পর ‘জিমি কিমেল লাইভ’ শোতে এসেও সুকির সঙ্গে বসে নিজের অভিনীত ‘ব্যাটম্যান’ দেখার অভিজ্ঞতা শেয়ার করেন প্যাটিনসন
২০২৩ সালের মেট গালায় এই জুটিকে প্রথমবার একসঙ্গে রেড কার্পেটে দেখা যায়। তবে সমালোচকদের চুপ করিয়ে দিয়ে ইনস্টাগ্রাম পোস্ট বা প্রেস বিজ্ঞপ্তি ছাড়া সরাসরি ঘোষণার মাধ্যমে এত বড় সংবাদ জানান দেওয়ায় বাহ্বা পাচ্ছেন রবার্ট-সুকির জুটি