সন্তানের খারাপ ফল

সব দায় কেন মাকেই নিতে হবে

সন্তানের ব্যর্থতার ভাগ শুধু মায়ের না, বাবাকেও নিতে হবে। প্রতীকী এ ছবির মডেল: হামিদুজ্জামান, রেশমা আহমেদ ও শখ
ছবি: কবির হোসেন

ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়ায় থাকেন নামিরা ইসলাম (ছদ্মনাম)। স্বামী, এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁর সংসার। এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে তাঁর ছেলে। নামিরার স্বামী সরকারি কর্মকর্তা, ঢাকার বাইরে পোস্টিং। ছেলের পড়াশোনার যাবতীয় তদারকি, বিষয় অনুযায়ী প্রাইভেট টিউটর, স্কুলে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ, বিজ্ঞানের বিষয়গুলোর জন্য ব্যবহারিকের খাতা তৈরি, সবকিছুই দেখভাল করেছেন নামিরা। ছেলে স্কাউটের সঙ্গেও যুক্ত ছিল। সেখানেও নামিরাকে সময় দিতে হয়েছে। সব মিলিয়ে বেশ পেরেশানি গেছে তাঁর।

তারপরও নামিরার স্বামীর মন কিছুটা ভার। কারণ, ছেলে জিপিএ-৫ পেলেও নব্বইয়ের ঘরে তার নম্বর কম। সরাসরি এ নিয়ে নামিরাকে তিনি কিছু বলেননি সত্য, কিন্তু আকার-ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন যে ছেলেমেয়ের দিকে নামিরার আরও মনোযোগ দেওয়া দরকার ছিল। নামিরা ভাবছেন, আর কী করার বাকি ছিল তাঁর!

সমাজে প্রচলিত প্রত্যাশা অনুযায়ী, মা-ই প্রধানত সন্তানের যত্ন ও শিক্ষার দায়িত্বে থাকেন। তাই সন্তানদের যেকোনো ব্যর্থতার দায়ভার মায়ের ওপর চাপানো হয়। প্রতীকী এ ছবির মডেল: হামিদুজ্জামান, রেশমা আহমেদ ও শখ

আফরোজা খানের (ছদ্মনাম) গল্পটা একটু অন্য রকম। স্বামী ও দুই ছেলে নিয়ে তাঁর সংসার। থাকেন সেগুনবাগিচায়। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন আফরোজা। মাইনে মোটামুটি। স্বামী একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানের মালিক, যদিও সেটি তেমন বড় নয়। বিশ্ববিদ্যালয়জীবনে বিভিন্ন অনুষ্ঠানে টুকটাক আবৃত্তি করতেন আফরোজা। একটি নাটকের দলেও ছিলেন। বিয়ের পর আবৃত্তি ও নাটকের নেশা পুরোপুরি ছাড়তে পারেননি। তা ছাড়া যেসব সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তারাও পিছু ছাড়েনি। আফরোজাও তাই কতকটা নিজের ইচ্ছায়, কতকটা তাদের চাপে কিছু কিছু অনুষ্ঠানে গেছেন। কোনো কোনো দিন বাসায় ফিরতে তাই সন্ধ্যা সাতটা-সাড়ে সাতটা বেজে গেছে। তবে এ নিয়ে দুই ছেলের তেমন অনুযোগ নেই।

আফরোজার বড় ছেলে এখন একটি বেসরকারি কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ে। গত বছর মাধ্যমিকে সামান্যর জন্য জিপিএ-৫ পায়নি। ২০২০ সালে করোনার বছর অষ্টম শ্রেণিতে পড়ত এই ছেলে। তখন অনলাইনে ক্লাস করার সুবিধার কথা চিন্তা করে ছেলেকে স্মার্টফোন কিনে দেন বাবা, অবশ্য আফরোজা আপত্তি করেছিলেন। কিন্তু পরে সশরীর ক্লাস শুরুর পরও মুঠোফোনের নেশা কাটাতে পারেনি ছেলে। পড়াশোনার পাশাপাশি মুঠোফোনে বন্ধুদের সঙ্গে জোট বেঁধে গেমসও খেলেছে। ছেলের পড়াশোনার দিকে যথেষ্ট খেয়াল রেখেছেন আফরোজা। কোচিংয়ে কী পড়ানো হচ্ছে, তদারক করেছেন। শিক্ষকদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলে গেছেন। তারপরও জিপিএ-৫ পায়নি ছেলে।

মাধ্যমিকের ফলাফলের দিন তাই খুব কষ্ট পেয়েছিলেন আফরোজা। তার চেয়ে বেশি কষ্ট দিয়েছিল আশপাশের মানুজনের কিছু কথা। আফরোজার এক ভাশুর পর্যন্ত ফোন করে দুকথা শোনাতে ছাড়লেন না, সাধারণত যিনি তেমন একটা ফোন করেন না। তাঁদের কথা হলো, আফরোজা চাকরি করেন, আবার নাটক-কবিতা করেন, তাই ছেলেকে ঠিকমতো সময় দিতে পারেননি। ফলাফল ভালো না হওয়ার এটাই প্রকৃত কারণ।

এখানে নামিরা ইসলাম ও আফরোজা খানের মধ্যে পার্থক্য হলো, নামিরা চাকরি করেন না, আফরোজা করেন। কিন্তু সন্তানের পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ার দায় কেবল তাঁদেরই নিতে হচ্ছে। ছেলের ফল ভালো হয়নি, অতএব সব দোষ মায়ের। বাবার দিকে দায় কম পড়ে। ব্যাপারটা অনেকটা যেন, তিনি তো রোজগার করেন। সন্তানের পড়াশোনাসহ আর সব ব্যাপারে তাঁকে এত খেয়াল রাখতে হবে কেন?

সন্তানের সব বিষয় মা–বাবা উভয়ের দায়িত্ব। প্রতীকী এ ছবির মডেল: হামিদুজ্জামান, রেশমা আহমেদ ও শখ

বন্ধ হোক ‘ব্লেম শিফট’

মাকে দোষ দেওয়ার এই যে সামাজিক প্রবণতা, বিষয়টি নিয়ে এক মনোবিজ্ঞানী ও এক মানসিক রোগবিশেষজ্ঞের সঙ্গে কথা হলো। যুক্তরাজ্যভিত্তিক সেন্টার ফর সাইকোলজিক্যাল হেলথের প্রতিষ্ঠাতা মনোবিজ্ঞানী নাজমুল হোসেন বলেন, সামাজিক মনোবিজ্ঞানে একে ‘ব্লেমিং দ্য মাদার’বলা হয়। এটা এমন এক প্রক্রিয়া, যেখানে সন্তানদের যেকোনো ব্যর্থতার জন্য প্রধানত মাকেই দায়ী করা হয়, যা একপ্রকার বিশ্বাসে পরিণত হয়েছে।

মনোবিজ্ঞানী নাজমুল হোসেনের মতে, সমাজে প্রচলিত প্রত্যাশা অনুযায়ী, মা-ই প্রধানত সন্তানের যত্ন ও শিক্ষার দায়িত্বে থাকেন। তাই সন্তানদের যেকোনো ব্যর্থতার দায়ভার মায়ের ওপর চাপানো হয়। সামাজিক চাপ ও ধারণাগুলো মায়েদের দায়িত্ব বাড়িয়ে তোলে, যার ফলে কর্মজীবী মায়েদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়।

নাজমুল হোসেন বলেন, সন্তানের সব বিষয় মা–বাবা উভয়ের দায়িত্ব। তাঁর মতে, সমাজে সুশিক্ষার প্রসার হলে পারিবারিক এসব ধারণার একটু একটু করে পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ মেখলা সরকারের সঙ্গেও এ বিষয়ে কথা হলো। তিনি বলেন, ‘প্রথমত সন্তানের ফলাফল খারাপ হলে যে আমরা মেনে নিতে পারছি না, এটাই খুব দুশ্চিন্তার বিষয়। এটা কিন্তু সন্তানের মনে নেতিবাচক প্রভাব ফেলে বেশি, তাঁর মধ্যে হীনম্মন্যতা তৈরি করে।’

মেখলা সরকার বললেন, সন্তানের দেখভালের দায়িত্ব মা–বাবা উভয়ের। দুজনকে একটা ‘সিঙ্গেল ইউনিট’ হিসেবে কাজ করতে হবে। এমনিতেই সন্তানেরা এখন মাকে মানতে চায় না। আবার যখন সে দেখবে, যেকোনো কিছুর জন্য পরিবার মাকেই দায়ী করছে, তখন মাকে সে আরও মানতে চাইবে না। মায়ের সম্মান ও শ্রদ্ধাবোধের জায়গাটা কমে যাবে। মায়ের সঙ্গে তার দূরত্ব তৈরি হবে।

মেখলা সরকারের পরামর্শ, ‘ব্লেম শিফট (দায় স্থানান্তর)’ করা যাবে না। এটা একেবারেই ভুল প্রক্রিয়া। সন্তানের ব্যর্থতা মেনে নিলেই বরং তাকে সাহায্য করা হয়। বুঝতে হবে যে মা–বাবার দ্বন্দ্ব তার মধ্যে হতাশার বোধ তৈরি করে। সন্তানের যেকোনো বিষয় নিয়ে মা–বাবাকে একসঙ্গে কাজ করতে হবে।

দুই বিশেষজ্ঞের কথা থেকে এটা পরিষ্কার যে সন্তানের পরীক্ষার ফলাফল খারাপ হলে অভিভাবকের দায় যদি থাকেও, তাহলেও মাকে একতরফা নিন্দামন্দ করার অপসংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সাফল্য যেমন সবার, ব্যর্থতার ভাগও সবাইকে নিতে হবে। তার চেয়ে বড় কথা, সন্তান যেন শৃঙ্খলার মধ্য দিয়ে, আনন্দ নিয়ে বেড়ে উঠতে পারে, সেদিকে মা–বাবাসহ পরিবারের বয়োজ্যেষ্ঠদের খেয়াল রাখতে হবে।