সোনাক্ষীর স্বামীর সঙ্গে সালমান খানের কী সম্পর্ক?

বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়ের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিশেষ বিবাহ আইন ১৯৫৪ অনুসারে বিয়ের নিবন্ধন হয়েছে দুজনের। জহিরকে বলিউডের দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আরেক বলিউড তারকা সালমান খান। ওদিকে সোনাক্ষী সিনহার অভিষেকও হয়েছে সালমানের বিপরীতে। সিনেমায় সোনাক্ষী সালমানের স্ত্রী হলেও পর্দার বাইরে ডাকতেন ‘আঙ্কেল’ বলে। সালমান খানের মাধ্যমেই সোনাক্ষীর সঙ্গে জহিরের পরিচয়। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক, জহির ইকবালের সঙ্গে সালমান খানের কী সম্পর্ক।

জহির গুজরাটি ব্যবসায়ী পরিবারের সদস্য। তাঁর বাবা ইকবাল রতনসি নামকরা গয়নার ব্যবসায়ী। জহিরেরা দুই ভাই এক বোন। জহির সবার বড়। ছোট ভাই কম্পিউটার বিজ্ঞানে স্নাতক করেছেন। জহিরের পরিবারের সঙ্গে সোনাক্ষী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
জহিরের কাছে পরিবার–ই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ
বোন সোনম রতনসি একজন তারকা স্টাইলিস্ট। বলিউড তারকাদের স্টাইলিং করে নাম কুড়িয়েছেন তিনি। জহিরের বোন সোনম রতনসির স্টাইলিংয়ে ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজের প্রচারণায় সোনাক্ষী
একমাত্র বোনের মেয়ে অর্তাৎ ভাগ্নির সঙ্গে জহির, এই ভাগ্নি–ই জহিরের ‘জান’
জহিরের বাবা ইকবাল রতনসি ও বলিউড তারকা সালমান খান পুরোনো বন্ধু। আশির দশকের শুরু থেকে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক। বাবার সঙ্গে জহির
সালমান খানের ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর ‘বিশেষ ব্যাংক’ ছিলেন এই গয়না ব্যবসায়ী। বিভিন্ন সময়ে সালমান খানকে টাকা ধার দিয়েছেন তিনি। সালমানের সঙ্গে জহির
এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘ইকবাল রতনসি বয়সে বড় হলেও আমার বন্ধুর মতো ছিলেন। তিনি ছিলেন আমার ব্যক্তিগত ব্যাংকের মতো। আমার কৈশোরে, প্রথম যৌবনে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে টাকা ধার নিয়েছি। এমনকি আজও ইকবাল আমার কাছে ২ হাজার রুপি পান। ভাগ্যিস, তিনি আমার কাছে এর সুদ চাননি।’ সালমান ও জহির
বন্ধু হিসেবে বলিউডে নামডাক আছে সালমান খানের। বন্ধুর সেই সেই পুরোনো ঋণ-ই বন্ধুর ছেলেকে বলিউডে প্রতিষ্ঠা করার মাধ্যমে শোধ করতে চান তিনি। ৩৫ বছর বয়সী জহির দেখা দিয়েছেন ‘নোটবুক’ (২০১৯) ও ‘ডাবল এক্সএল’ (২০২২) সিনেমায়
সালমানের কোলে ছোট্ট জহির
সালমানের মাধ্যমেই সোনাক্ষীর সঙ্গে জহিরের প্রথম পরিচয়, প্রেম। তাই এই বিয়েতে প্রধান অতিথি হিসেবে যে সালমান খান উপস্থিত থাকবেন, তা আর বলতে! সালমান ও জহির
জহিরও সালমানকে আঙ্কেল ডাকেন!