বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়ের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিশেষ বিবাহ আইন ১৯৫৪ অনুসারে বিয়ের নিবন্ধন হয়েছে দুজনের। জহিরকে বলিউডের দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আরেক বলিউড তারকা সালমান খান। ওদিকে সোনাক্ষী সিনহার অভিষেকও হয়েছে সালমানের বিপরীতে। সিনেমায় সোনাক্ষী সালমানের স্ত্রী হলেও পর্দার বাইরে ডাকতেন ‘আঙ্কেল’ বলে। সালমান খানের মাধ্যমেই সোনাক্ষীর সঙ্গে জহিরের পরিচয়। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক, জহির ইকবালের সঙ্গে সালমান খানের কী সম্পর্ক।