ইউটিউবার আরমানকে নিয়ে সমালোচনা, বিতর্ক থামছেই না

হঠাৎ করেই ভারতীয় গণমাধ্যমে আলোচনায় আরমান মালিক। বিগ বস ওটিটির তৃতীয় আসরে দুই স্ত্রী পায়েল মালিক আর কৃতিকা মালিককে নিয়ে অংশ নিয়েছেন এই ইউটিউবার। দুই স্ত্রীর সঙ্গে আরমানের এই রিয়েলিটি শোতে অংশ নেওয়া নিয়ে চলছে আলোচনা, সমালোচনা আর বিতর্ক। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

আরমান মালিক সন্দ্বীপ সিং নামেও পরিচিত। তাঁর ইউটিউব চ্যানেল ‘মালিক ভ্লগ’–এর সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়ে গেছে ৭৬ লাখ ৭০ হাজার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ভারতের সবচেয়ে ধনী ইউটিউবারদের ভেতর আরমান মালিক অন্যতম। মাত্র আড়াই বছরের ব্যবধানে তিনি কুড়িয়েছেন বিপুল জনপ্রিয়তা। অষ্টম শ্রেণিতে ফেল করার পর, বাবার মার খেয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন আরমান। কিছুদিন পর আবার ফিরেও এসেছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২০১১ সালে পায়েল মালিককে বিয়ে করেন আরমান মালিক। এই দম্পতির প্রথম সন্তান চিরায়ু মালিক জন্ম নেয় ২০১৬ সালে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২০১৮ সালে পায়েল মালিকের সবচেয়ে কাছের বান্ধবী কৃতিকাকেও বিয়ে করেন আরমান। সাত দিনের মাথায় বিয়ের সিদ্ধান্ত নেন দুজন। কৃতিকা বাড়ি থেকে পালিয়ে আরমানকে বিয়ে করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সে সময় প্রথম স্ত্রী পায়েল সন্তানকে নিয়ে তাঁর মা–বাবার সঙ্গে থাকতে শুরু করেন। দেড় বছর পর আবার আরমানের সংসারে ফিরে যান পায়েল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরমান এর পর থেকে দুই স্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট বানানো শুরু করেন। এসব ভিডিওতে পায়েল আর কৃতিকাকে প্রায় সব সময়ই মিলিয়ে পোশাক পরতে দেখা যায়
পায়েল আর কৃতিকা—দুজনই আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
পায়েল গায়িকা
আর কৃতিকা ফিটনেস ট্রেইনার
ইনস্টাগ্রামে আরমানের অনুসারী ছাড়িয়ে গেছে ৪০ লাখ, পায়েল মালিকের ৬৮ লাখ। আর এদিকে কৃতিকা মালিকের অনুসারী ছাড়িয়ে গেছে ৮৫ লাখ
২০২৩ সালে তুবা ও আয়ান নামে যমজ সন্তানের জন্ম দেন পায়েল। অন্যদিকে কৃতিকার গর্ভে জন্ম হয় জাইদ নামে এক পুত্রসন্তানের। ফলে আরমান মালিক এখন চার সন্তানের বাবা। এই সন্তানদেরও ভিডিওতে নিয়মিত দেখা যায়
সাতজনের এই পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য সম্প্রতি কাস্টমাইজড করে একটি ক্যারাভান বানিয়েছেন আরমান। যেখানে ফ্যান, এসি, ফ্রিজ, ওভেন, ওয়াশরুম, রান্নাঘর—সবই আছে। আছে আটজনের ঘুমানোর সুব্যবস্থা। ক্যারাভানটি বানাতে খরচ পড়েছে প্রায় এক কোটি রুপি
ভারতী সিং ও তাঁর জীবনসঙ্গী হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে গিয়ে দর্শকদের উদ্দেশে আরমান বলেন, ‘তবে আপনারা কেউ আমার মতো দুটি বিয়ে করবেন না। কেননা আমার স্ত্রীদের মতো নারী পাবেন না!’
আরমানের বড় স্ত্রী পায়েল মালিকও অন্যদের দুই বিয়ে করার বিষয়ে সাবধান করে বলেন, ‘এটা দেখতে যতটা আনন্দের, বাস্তবে মোটেও সে রকম নয়। আমার ঘর তো প্রায় ভাঙতেই বসেছিল। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। মানিয়ে নিতে হয়েছে। খুব কম মানুষের পক্ষেই সেটা সম্ভব।’
আরমান আর তাঁর দুই স্ত্রীর একসঙ্গে রিয়েলিটি শো বিগ বস ওটিটির তৃতীয় আসরে অংশ নেওয়ায় চলছে বিতর্ক। ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ও বিগ বসের সাবেক প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা কি বিনোদনের বিষয়? একটা রিয়েলিটি শো ভিউয়ের জন্য কতটা নিচে নামলে বহুবিবাহকে তুলে ধরতে পারে! দুই স্ত্রীকে বিনোদনের বিষয় বানাতে পারে! একজন নারী দুটি বিয়ে করলে তাঁর দুই স্বামীকেও রিয়েলিটি শোতে আনবেন? পরিস্থিতিটা চিন্তা করুন একবার। স্রেফ অসুস্থতা।’
অন্যদিকে ভারতীয় অভিনেত্রী ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ লিখেছেন, ‘আমি ওদেরকে ব্যক্তিগতভাবে চিনি। ওরা দারুণ ব্যক্তি। ওরা যদি নিজেরা ভালো থাকে, আমরা জাজ করার কে?’
একদিকে চলছে বিতর্ক, অন্যদিকে ২১ জুন থেকে শুরু হয়ে তুমুল আলোচনায় রয়েছে বিগ বস ওটিটির তৃতীয় আসর

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও মালিক ভ্লগস