দুই প্রজন্ম

মা-ছেলে দুজনেরই প্রিয় শাবানা ও রাজ্জাক

>
মায়ের সঙ্গে প্রতীক হাসান। ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে প্রতীক হাসান। ছবি: খালেদ সরকার

তরুণ সংগীতশিল্পী প্রতীক হাসান। তাঁর মা ফাতেমা হাসান পলাশ, গৃহিণী। মা-ছেলের পছন্দ-অপছন্দ নিয়ে আজকের দুই প্রজন্ম।

১. কোন ধরনের খাবার ভালো লাগে?
প্রতীক: বাইরের খাবার। বিশেষ করে পিৎজা।
মা: ঘরে তৈরি যেকোনো খাবার।

২. প্রিয় খেলোয়াড়?
প্রতীক: সাকিব আল হাসান ও মাশরাফি।
মা: সাকিব আল হাসান ও মাশরাফি।

৩. কার অভিনয় ভালো লাগে?
প্রতীক: শাবানা ও রাজ্জাক।
মা: শাবানা ও রাজ্জাক।

৪. কার গান ভালো লাগে?
প্রতীক: বি বি কিং, জন লি হুকার।
মা: মো. রাফি, সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আবদুল হাদী।

৫. প্রিয় চলচ্চিত্র?
প্রতীক: মাটির ঘর, অনুরাগ ও অঙ্গার।
মা: মাটির ঘর, অনুরাগ ও অঙ্গার।

৬. প্রিয় রং?
প্রতীক: কালো।
মা: লাল।

৭. অবসরে যা করা হয়?
প্রতীক: আড্ডা দেওয়া, মিউজিক কম্পোজ করা এবং ঘরে অবসর কাটানো। মাকে নিয়ে ঘুরতেও যাওয়া হয়।
মা: গান শোনা, নিজে সুর করে গান গাওয়া এবং রান্না করা।

সাক্ষাৎকার: নাদিয়া নাহরিন