বেড়েছে বিয়ে, বেড়েছে বিচ্ছেদ

২০২১ সালেও ছিল বিধিনিষেধ। তাই বলে থেমে ছিল না বিয়ের আয়োজন। ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন অনেকে। আবার গত বছরের তুলনায় বিবাহবিচ্ছেদও বেড়েছে এবার। একদিকে নতুন পরিবার যেমন তৈরি হয়েছে, অনেকে আবার বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। দেখে নিন পরিবারে এই বছরের হালচাল

কম খরচে ঘরোয়া বিয়ে

বিয়ের আয়োজন এবার ঘরেই হয়েছে বেশি। মডেল: তানজিন তিশা

বছরের শেষ দিকে এসে বিয়েতে আবার জমকালো ভাব ফিরে এলেও, শুরুতে ছিল পুরো উল্টো চিত্র। বেশির ভাগ বিয়ের আয়োজনই ছিল ঘরোয়া। পরিবার, কাছের বন্ধু ও নিকটাত্মীয়দের নিয়ে এসব আয়োজন সেরেছেন সবাই। স্থানীয় উপকরণ ব্যবহার করায় বিয়ের খরচও কমেছে। ঘরোয়া আয়োজনের কারণে খাবার, সাজসজ্জার বাড়তি খরচ কমেছে। কনেদের অপেক্ষাকৃত কম দামের শাড়ি, পারিবারিক গয়না পরতে দেখা গেছে। সোনার গয়নার বদলে সিলভার ও গোল্ড প্লেটেড গয়নার চল ছিল বেশি। অনেক আয়োজনই হয়েছে ছোট্ট কোনো রেস্তোরাঁয়, কেউ বাড়ির ছাদে বা ঘরের ভেতরেই সেরে ফেলেছেন বিয়ের অনুষ্ঠান।

বেড়েছে বিবাহবিচ্ছেদ

নারীরাই বেশি বিচ্ছেদের আবেদন করছেন। প্রতীকি ছবি

প্রায় দুই বছর থমকে থাকার পর নতুন বিয়ের যেমন হিড়িক পড়েছে, তেমনি বেড়েছে বিবাহবিচ্ছেদও। বছরের মাঝামাঝি গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর দেশে বিবাহবিচ্ছেদ বেড়েছে ১৭ শতাংশ। শহর ও গ্রাম—দুই জায়গাতেই বিচ্ছেদ বেড়েছে। তবে গ্রামের তুলনায় শহরে বিচ্ছেদের হার বেশি। ঢাকার দুই সিটি করপোরেশনের তথ্য বলছে, নারীরাই বেশি বিচ্ছেদের আবেদন করছেন। এই হার ৭৫ ভাগ। সমাজবিজ্ঞানীদের মতে, শিক্ষিত ও কর্মজীবী নারীরা সম্মানের সঙ্গে বাঁচতে চান। পরিবারের বৈষম্য, সহিংসতা ও অবহেলা সয়ে দিনের পর দিন কাটিয়ে দেওয়ার চেয়ে, বিচ্ছেদকে শ্রেয় মনে করছেন তাঁরা। পরিবারের অমতে ও পালিয়ে গিয়ে করা বাল্যবিবাহও অনেক সময় বিচ্ছেদের কারণ হচ্ছে।