দুই প্রজন্ম

বাহার রহমানের প্রিয় সৈয়দ মুজতবা আলী, ছেলের জসীম উদ্দীন

>
ছেলের সঙ্গে বাহার রহমান। ছবি: খালেদ সরকার
ছেলের সঙ্গে বাহার রহমান। ছবি: খালেদ সরকার
বাহার রহমান, ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী ও ডিজাইনার। তাঁর ছেলে সাধন, পড়ে স্কুল অব ডেভেলপমেন্ট অলটারনেটিভে। আজ থাকছে দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

 ১. বাংলা যে বইটি বারবার পড়া হয়...

বাহার: জগদীশ চন্দ্র বসুর অব্যক্ত

ছেলে: যেকোনো ভূতের গল্প বা কবিতা।

 ২. কার লেখা বেশি পড়েন?

বাহার: সৈয়দ মুজতবা আলী ও জীবনানন্দ দাশ।

ছেলে: জসীম উদ্‌দীন।

 ৩. কোন পোশাক সবচেয়ে বেশি পরা হয়?

বাহার: শার্ট আর প্যান্ট।

ছেলে: টি-শার্ট ও প্যান্ট।

 ৪. প্রিয় খাবার?

বাহার: আলু ভর্তা, ডাল, ইলিশ মাছ।

ছেলে: মুরগির মাংস।

 ৫. কাদের গান পছন্দ?

বাহার: আজম খান, কফিল আহমেদ, শিরোনামহীন ব্যান্ড।

ছেলে: জাস্টিন বিবার ও জেমস।

 ৬. কোথায় ঘুরতে যেতে চান?

বাহার: মেক্সিকো ও মিসর।

ছেলে: মিসর ও ভারতের কাশ্মীর।

 ৭. প্রিয় চলচ্চিত্র?

বাহার: সত্যজিতের আগন্তুক, তারেক মাসুদের সব সিনেমা।

ছেলে: অ্যাভেঞ্জার্স ২ক্যাপ্টেন আমেরিকা

 ৮. একে-অপরের যে গুণটি পছন্দের?

বাহার: সাধন যেকোনো কাজে খুব চেষ্টা করে, ইতিবাচক চিন্তাভাবনা করে।

ছেলে: বাবার ডিজাইন আমার প্রিয়।

 সাক্ষাৎকার: আহসান মাহমুদ