দুই প্রজন্ম

বাবার প্রিয় পথের পাঁচালী, ছেলের লোগান

>
ছেলের সঙ্গে বাবা আবির আবদুল্লাহ। ছবি: সুমন ইউসুফ
ছেলের সঙ্গে বাবা আবির আবদুল্লাহ। ছবি: সুমন ইউসুফ

আলোকচিত্রী আবির আবদুল্লাহ। তাঁর ছেলে ফারদিন আবদুল্লাহ। ঢাকার সানিডেইল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। আজ দুই প্রজন্মে থাকছে এই বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।

১. কোন ধরনের পোশাক পছন্দ করেন?

আবির আবদুল্লাহ: জিনস, ফতুয়া ও পাঞ্জাবি।

ছেলে: শার্ট।

২. প্রিয় বই

আবির আবদুল্লাহ: পথের পাঁচালী।

ছেলে: হ্যারি পটার সিরিজ।

৩. কোন খেলা ভালো লাগে?

আবির আবদুল্লাহ: ক্রিকেট, ফুটবল দুটোই ভালো লাগে।

ছেলে: ফুটবল।

৪. প্রিয় সিনেমা?

আবির আবদুল্লাহ: পথের পাঁচালী।

ছেলে: লোগান।

৫. কোন ধরনের খাবার ভালো লাগে?

আবির আবদুল্লাহ: খিচুড়ি ও ইলিশ মাছ।

ছেলে: চিংড়ি মাছের মালাইকারি।

৬. কার খেলা ভালো লাগে?

আবির আবদুল্লাহ: শচীন টেন্ডুলকার ও মেসি।

ছেলে: মাশরাফি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

৭. রেগে গেল কী করেন?

আবির আবদুল্লাহ: রেগে যাই না খুব একটা। রাগ নিয়ন্ত্রণ করতে পারি।

ছেলে: এক গ্লাস পানি পান করে নিজেকে সময় দিই। চুপ করে বসে থেকে ঠান্ডা করি নিজেকে।

৮. পরস্পরের কোন দিকটি পছন্দ-অপছন্দ?

আবির আবদুল্লাহ: ফারদিন খুব মেধাবী। তবে ও যদি আরেকটু পরিশ্রম ও চেষ্টা করত, তাহলে আরও ভালো করত।

ছেলে: বাবা আমাদের জন্য খুব পরিশ্রম করেন। বাবার সঙ্গে সম্পর্কটা আরেকটু বন্ধুসুলভ হলে ভালো হতো।

৯. কোথায় ঘুরতে যেতে ভালো লাগে?

আবির আবদুল্লাহ: পাহাড়, সমুদ্র আছে এমন জায়গায়।

ছেলে: খুলনার মিঠাখালী আমার দাদাবাড়িতে।

সাক্ষাৎকার: তৌহিদা শিরোপা