পাঠকের কাছ থেকে মনোজগৎ, ব্যক্তিজীবন ও সন্তান পালনের মতো সমস্যা নিয়ে ‘পাঠকের প্রশ্ন’ বিভাগে নানা রকমের প্রশ্ন এসেছে। এবার তেমনই প্রশ্নের উত্তর দিয়েছেন নাট্যজন সারা যাকের
প্রশ্ন: আমি একজন শিক্ষার্থী। কলেজে পড়ি। ৬ষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকে একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক। মেয়েটি তখন নবম শ্রেণিতে পড়ত। তবে আমাদের বয়স এক। আমরা দুজনকে দুজন খুব ভালোবাসি। মেয়েটি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা একজন আরেকজনকে কথা দিয়েছি, কেউ কোনো দিন কাউকে ছেড়ে যাব না। তবে আমার এখন মনে হচ্ছে, আমার বাসায় আমাদের সম্পর্ক মেনে না-ও নিতে পারে। মানসিক অশান্তিতে আছি। আমিও শপথ করেছি, মেয়েটাকে না পেলে আমি একাই জীবন কাটাব। এখন খুব খারাপ লাগছে, যদি ওকে বিয়ে দিয়ে দেয়। আমি এখনো কলেজে পড়ি, তাই পরিবারকে জানাব কি না চিন্তায় আছি। কী করব?
নাম প্রকাশে অনিচ্ছুক
উত্তর: এসব ব্যাপারে সাহস করে নিজেরই উদ্যোগ নিতে হয়। নাম বলব না, আমি একজন গুণী মানুষের সাক্ষাৎকার শুনেছিলাম। ওনার চাইতে তিন বছরের ছোট একজনকে তিনি বিয়ে করেছিলেন। বাড়িতে আপত্তি ছিল, কিন্তু তিনি তোয়াক্কা করেননি। ভালোবাসা, প্রেম থাকলে এত সাতপাঁচ চিন্তা করা চলে না। প্রেম করবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সাহস থাকবে না, কোনো পরিকল্পনা থাকবে না, সেটা হয় না। এসব বিপরীতধর্মী চিন্তাভাবনা ঝেড়ে ফেলতে হবে। ভালোবাসা থাকলে সাহস নিয়ে বাস্তবতার মুখোমুখি হতে হবে।
পাঠকের প্রশ্ন পাঠানো যাবে ই–মেইলে, ডাকে এবং প্র অধুনার ফেসবুক পেজের ইনবক্সে।
ই–মেইল ঠিকানা: adhuna@prothomalo.com
(সাবজেক্ট হিসেবে লিখুন ‘পাঠকের প্রশ্ন’)
ডাক ঠিকানা
প্র অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন
২০–২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। (খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’)
ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA