দুই প্রজন্ম

ছেলের পছন্দ হুমায়ূন আহমেদ, বাবার পছন্দ জীবনানন্দ দাশ

>

বাবার সঙ্গে বাপ্পী। ছবি: সোয়েল রানা
বাবার সঙ্গে বাপ্পী। ছবি: সোয়েল রানা

চ্যানেল আই সেরাকণ্ঠের ২০১২–এর সংগীতশিল্পী মেজবাহ্ বাপ্পী। সম্প্রতি অংশ নিয়েছিলেন ভারতের টেলিভিশন চ্যানেল জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানে। তাঁর বাবা এ বি এম টিপু সুলতান, সরকারি চাকরিজীবী। আজকের দুই প্রজন্ম বিভাগে হাজির হয়েছেন এই বাবা–ছেলে।

১. যা খেতে ভালো লাগে...

মেজবাহ্ বাপ্পী: মা যা রাঁধেন তা–ই খেতে ভালো লাগে।

বাবা: গরুর মাংস, পায়েস পছন্দ।

২. পছন্দের পোশাক...

মেজবাহ্ বাপ্পী: পাঞ্জাবি পরতে ভালো লাগে।

বাবা: সাদা রঙের যেকোনো পোশাক পরতে ভালো লাগে।

৩. অবসরে যা করি...

মেজবাহ্ বাপ্পী: বই পড়ি।

বাবা: গান শুনি।

৪. রেগে গেলে কী করি...

মেজবাহ্ বাপ্পী: চুপ থাকার চেষ্টা করি এবং রেগে যাওয়ার কারণগুলোর মধ্যে নিজের ভুল খোঁজার চেষ্টা করি।

বাবা: আমি সহজে রেগে যাই না।

৫. কার গান ভালো লাগে...

মেজবাহ্ বাপ্পী: নাম বলে শেষ করা যাবে না।

বাবা: মান্না দে, মাহমুদুন্নবী, কবির সুমন, রুনা লায়লা।

৬. কোথায় বেড়াতে ভালো লাগে...

মেজবাহ্ বাপ্পী: পাহাড়, সমুদ্র।

বাবা: যেকোনো ঐতিহাসিক স্থান।

৭. পছন্দের সিনেমা...

মেজবাহ্​ বাপ্পী: হাজার বছর ধরে, টেলিভিশন ও বাইশে শ্রাবণ।

বাবা: ভাত দে, ময়নামতি ও সত্যজিৎ রায়ের অপুর সংসার।

৮. কার অভিনয় ভালো লাগে...

মেজবাহ্​ বাপ্পী: হুমায়ুন ফরীদি, পরমব্রত, চঞ্চল চৌধুরী।

বাবা: রাজ্জাক ও মোশাররফ করিম।

৯. যাঁদের লেখা পছন্দ...

মেজবাহ্​ বাপ্পী: হুমায়ূন আহমেদ, জয় গোস্বামী।

বাবা: জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায়।


সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক