দুই প্রজন্ম

উত্তম গুহের পছন্দ ভাপা ইলিশ, মেয়ের বেগুন ভাজি

মেয়ের সঙ্গে উত্তম গুহ। ছবি: খালেদ সরকার
মেয়ের সঙ্গে উত্তম গুহ। ছবি: খালেদ সরকার

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চলচ্চিত্র শিল্পনির্দেশক উত্তম গুহ। তাঁর মেয়ে অর্ণিলা গুহ। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসে ফাইন আর্টস ইন ফিল্ম মেকিংয়ে মাস্টার্স শেষ করেছেন। আজ থাকছে বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

১. প্রিয় অভিনয়শিল্পী?
উত্তম গুহ: এ টি এম শামসুজ্জামান, সুবর্ণা মুস্তাফা।
মেয়ে: জনি ডেপ, লিওনার্দো ডি ক্যাপ্রিও, সুবর্ণা মুস্তাফা ও জিতু আহসান ।
২. প্রিয় সিনেমা?
উত্তম গুহ: চিত্রা নদীর পাড়ে, সুবর্ণরেখা এবং সত্যজিৎ রায়ের সব সিনেমা।
মেয়ে: ট্যাক্সি ড্রাইভার, গুপি গাইন বাঘা বাইন।
৩. ঘুরতে ভালো লাগে কোথায়?
উত্তম গুহ: পাহাড় আমাকে খুব টানে।
মেয়ে: দার্জিলিংয়ে পড়ার কারণে পাহাড় আমার খুব ভালো লাগে।
৪. প্রিয় রং?
উত্তম গুহ: আকাশি নীল।
মেয়ে: হলুদ আর সাদা।
৫. প্রিয় খেলোয়াড়?
উত্তম গুহ: ক্রিস্টিয়ানো রোনালদো
মেয়ে: লিওনেল মেসি।
৬. খেতে ভালোবাসেন কোন খাবার?
উত্তম গুহ: ভাপা ইলিশ এবং মুরগির মাংস।
মেয়ে: বেগুন ভাজি এবং আলু দিয়ে তৈরি যেকোনো খাবার।
৭. পছন্দের ঋতু?
উত্তম গুহ: বর্ষা।
মেয়ে: বসন্ত।
৮. কোন বাহনে চলতে ভালো লাগে?
উত্তম গুহ: আমি খুব ভালো ঘোড়া চালাতে পারি। তাই ঘোড়ায় চড়তে ভালো লাগে।
মেয়ে: বাবুজির (বাবা) ভেসপা।
৯. প্রিয় লেখক?
উত্তম গুহ: শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও হাসান আজিজুল হক।
মেয়ে: জেকে রাউলিং ও ড্যান ব্রাউন।
১০. কার হাতের রান্না ভালো লাগে?
উত্তম গুহ: আমার মায়ের হাতের রান্না সবচেয়ে ভালো লাগত। এখন আমার স্ত্রী।
মেয়ে: আমার মামণির হাতের রান্নাই ভালো লাগে।
১১. প্রিয় খেলা?
উত্তম গুহ: ফুটবল।
মেয়ে: ফুটবল।
১২. কোন ধরনের বই পড়তে ভালো লাগে?
উত্তম গুহ: সিনেমার ওপর যেকোনো বই।
মেয়ে: হ্যারি পটারের পুরো সিরিজটাই ভালো লাগে।
১৪. পরস্পরের পছন্দ-অপছন্দ?
উত্তম গুহ: ওর সবকিছুই ভালো লাগে। তবে যেকোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে পারে, এটা সবচেয়ে ভালো লাগে। কিন্তু কোনো কাজ করার সময় খাওয়া-দাওয়া সময়মতো করে না।
মেয়ে: বাবুজি খুবই গোছানো। কিন্তু যখন প্রয়োজন তখন কোনো কিছুই খুঁজে পায় না। শিল্প অর্থ দিয়ে বিচার করে না।

সাক্ষাৎকার: তারিকুর রহমান খান