দুই প্রজন্ম

আফসানা ফেরদৌসীর পছন্দ লিওনার্দো ডি ক্যাপ্রিও, মায়ের পছন্দ রাজ্জাক

তরুণ ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসী। মা নাসরীন ইসলাম, গৃহিণী। দুই প্রজন্মের আজকের আয়োজনে জেনে নেওয়া যাক মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

১. প্রিয় পোশাক...
আফসানা ফেরদৌসী: শাড়ি আমার খুব পছন্দের। স্বাচ্ছন্দ্যবোধ করি ডেনিম শার্টে। অনুষ্ঠানে পরি গাউন, লম্বা ড্রেস কিংবা স্কার্ট।
মা: শাড়ি, সালোয়ার-কামিজ।
২. প্রিয় রং...
আফসানা ফেরদৌসী: আমার সব রংই ভালো লাগে। তবে যখন আমার মন খারাপ থাকে, তখন উজ্জ্বল রঙের বর্ণিল পোশাক বেছে নিই। উজ্জ্বল রঙের পোশাকে বিষণ্নতা ঢাকার চেষ্টা করি। আর মন ভালো থাকলে সাদা-কালো।
মা: ম্যাজেন্টা ও নীল।
৩. পছন্দের অভিনয়শিল্পী কে?
আফসানা ফেরদৌসী: লিওনার্দো ডি ক্যাপ্রিও, টম হ্যাংকস ও ব্র্যাড পিট।
মা: রাজ্জাক, শাবানা ও ভারতীয় অভিনেতা অঙ্কুশ হাজরা।
৪. প্রিয় সিনেমা...
আফসানা ফেরদৌসী: অবশ্যই টাইটানিক। ফরেস্ট গাম্প, দ্য পারসুইট অব হ্যাপিনেস।
মা: টাইটানিক, মনপুরা আর পুরোনো দিনের বাংলা সিনেমা।
৫. শখের বসে কী করতে ভালো লাগে?
আফসানা ফেরদৌসী: ছবি আঁকতে ভালো লাগে।
মা: হঠাৎ করে পরিচিত স্বজনের বাসায় হাজির হয়ে চমকে দিতে। ভালো লাগে টবের গাছের যত্ন নিতে ও ঘর গোছাতে।
৬. প্রিয় খাবার...
আফসানা ফেরদৌসী: আমি ভাতের ভক্ত। ভাত না খেলে আমার ঘুমই হয় না। আমার এমন দশা দেখে বন্ধুরা রীতিমতো আমাকে ‘ভাতখোর’ বলে ডাকে। এমনকি দেশের বাইরে গেলেও খুঁজে খুঁজে ভাত মিলে এমন হোটেল-রেস্তোরাঁর সন্ধান করি। আর সকাল-দুপুর-রাত, সঙ্গে থাকা চাই কামরাঙা মরিচ বা নাগা মরিচ। আর মায়ের হাতের সব খাবার।
মা: মুরগির যেকোনো পদ।