মনের বাক্স
মনের বাক্স

মনের বাক্স

আপনি কি আমার হবেন?

পাঠকের সুখ–দুঃখ, হাসি–আনন্দ, পছন্দ, ভালোলাগা, ভালোবাসাসহ যে কোনো না বলা কথা শুনতে চায় মনের বাক্স। প্রতি সপ্তাহে পাঠকের পাঠানো সেসব লেখা থেকে নির্বাচিত কিছু লেখা আজ প্রকাশিত হলো এখানে

ভালো থেকো

প্রিয়া, জানি না কেমন আছ। তবে দোয়া করি আমার কলিজাটা যেন ভালো থাকে। কারণ, তোমার ভালো থাকাটাই যে আমার ভালো থাকা। জানো তো, নির্দিষ্ট কারও মায়ায় পড়ে গেলে ভালো থাকাটাও তার ওপর নির্ভর করে। সত্যি কী অদ্ভুত ব্যাপার তাই না! এত কিছুর পরও তোমাকে মনে পড়ে। ভালোবাসি কথাটি বেরিয়ে আসে মুখ থেকে। জানো তো আমি তোমাকে ঠিক কতখানি ভালোবাসি। নিজেকে খুব হতভাগা মনে হয়। এত ভালোবাসার পরও তুমি বুঝতে চাওনি আমাকে। আমার জানা নেই কেমন ভালোবাসলে তুমি আমায় বুঝতে, আমায় ভালোবাসতে। জানা থাকলে ঠিক তাই করতাম। তুমিহীনা আমার বাঁচা অসম্ভব।

মোহাম্মদ আসিফ আকবর

মাইজদী, নোয়াখালী

প্রেম ও প্রার্থনায় তুমি

ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে, প্রত্যাশাহীন হওয়া। যে তোমার ভালোবাসার যোগ্য, সে তোমার প্রত্যাশার যোগ্য না–ও হতে পারে। যার কাছে প্রত্যাশা রাখা যায়, তাকে কখনো ভালোবাসা যায় না। তাই তোমার ওপর আমার কোনো প্রত্যাশা নেই। তুমি আমাকে ভালোবাসো কি না, সেটাও আমি কখনো ভাবি না। আমি তোমাকে ভালোবাসি এর চেয়ে বড় বিষয় আর কী আছে। আমি আর কারও জন্য অপেক্ষা করব না। তোমার জন্যও না। জেনেবুঝেই আমি আজ নির্লজ্জের মতো পিছুটান দিলাম। আমি আমার ভাবনা প্রকাশ করেছি, যতটুকু বলার ছিল আমি বলে দিয়েছি। তাই এবার আমি তোমার দিকটাও ভাবছি। তোমার পরিবার, তোমার লাইফস্টাইল নিয়ে তুমিও অনেক চাপের মধ্যে একেকটা দিন পার করছ। আমার ভাবনা নিয়ে কিছু লিখতে চেয়েছিলাম, লিখলামও। এই মনে থাকবে তুমি। জীবনটা অনেক অদ্ভুত মৌ, আমি জানি কখনো তোমাকে ভুলতে পারব না। কারণ, তুমি আমার সেই ভালোবাসা, যা আমি ভেতর থেকে অনুভব করি। কথা বলতে ইচ্ছে করবে, ভালোবাসতে ইচ্ছে করবে। কিন্তু সেটা সম্ভব না। এখানে তোমার কোনো দোষ নেই। আমার একটা অনুরোধ আছে, আমি তোমার একটা ছবি আমার ফোনের এক কোণে রেখে দিতে চাই, যা শুধুই আমিই দেখতে পারব। অনুমতির অপেক্ষায়।

এবি আব্বাস

দিনাজপুর

আপনি কি আমার হবেন?

শত্রু মহাশয়, বলতে পারেন আপনি এত প্রিয় হওয়ার পরও শত্রু কেন ডাকি? আমি নিজেও জানি না। আপনি প্রথমে শত্রুই ছিলেন, কখনো ভাবিনি আমি আপনাকে ভালোবেসে বসব। কী তকদির আমার! যাকে নিয়ে কখনো ভাবিনি, মরিয়া হয়ে তাকেই চাইছি আজ। আপনি আমাকে যতই দূরে ঠেলে দেন না কেন, আমার ভালোবাসা কখনোই কমবে না। সামনে কখনোই হয়তো বলা হবে না, তাই এখানে বললাম। আপনাকে আমি অনেক অনেক অনেক বেশি ভালোবাসি। প্রিয়তম, আপনি কি আমার হবেন? একান্ত আমার?

ইতি

আপনার ডিপ্রেশন

চট্টগ্রাম

অসম্পূর্ণ ভালোবাসা

সারা পৃথিবী ঘুমিয়ে আছে। কোথাও কেউ জেগে নেই। একলা আমি জেগে শুধু তোমাকেই ভাবছি।

না, তোমার কোনো দোষ নেই। সব ভুল আমার। তোমাকে ভালোবাসার আগে আরও ভালো করে তোমাকে জানা উচিত ছিল। তোমার মন কী চায়, বোঝা উচিত ছিল। আমি না বুঝেই তোমাকে মন সঁপেছি। তাই তো আজ ব্যথার আগুনে পুড়ে মরছি। আসলে তুমিও তাদের দলে যারা বারবার প্রেমে পড়ে। কী করে বুঝবে আমার ভালোবাসার মূল্য? বুঝলে না আমার মনের আকুতিও। খেলেছ নিজের ইচ্ছেমতো। একদিন ঠিকই বুঝবে ভালোবেসে প্রতারিত হওয়ার যন্ত্রণা। যেদিন কেউ তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে তোমার মন ভেঙে দেবে। কীভাবে পারলে তুমি আমার সঙ্গে এমন করতে? আমৃত্যু তোমার ভালো চাই।

বকুল

চট্টগ্রাম

শুধু একবার বলো, তুমি আজীবন শুধুই আমার

আচ্ছা সুচরিতাসু বলো তো। কতজনকেই তো দেখি, তারা কার সঙ্গে কী করল, সেসব দেখেও মাথায় থাকে না। কিন্তু তোমাকে তো কল্পনায়ও আমি ছাড়া অন্য কারও সঙ্গে দেখতে পারি না। এটাই বুঝি ভালোবাসা? তুমি হলে খোলা বিস্তৃত আকাশ আর আমি একটা ঘুড়ি। আর ঘুড়িতে প্রাণ আসে তখন, যখন সে আকাশে ওড়ে। তোমাকে তো সাজতে মানা করি। কিন্তু তোমার ওই কাজলকালো চোখে খুব করে তাকিয়ে থাকতে ইচ্ছা করে।

তোমায় কত ভালোবাসি আমি, তা তুমি নিজেও জানো, কিন্তু আমায় কেন বাসো না? নাকি বলো না?

ইতি

তোমার বন্ধু

নরসিংদী

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: adhuna@prothomalo.com, ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’