বাড়িতে পাউরুটি থাকলে বানাতে পারবেন এই পদ

বাড়িতেই পাউরুটি থাকলেই গার্লিক টোস্ট বানাতে পারবেন সহজে। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

গার্লিক ব্রেড টোস্ট

গার্লিক ব্রেড টোস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ

পাউরুটির টুকরা ১০টা, রসুনকুচি ২ টেবিল চামচ, মাখন অথবা তেল ২ টেবিল চামচ।

প্রণালি

পাউরুটির চারপাশ কেটে ছোট ছোট টুকরা করে নিন। মাখন অথবা তেলে রসুনকুচি ভেজে পাউরুটির টুকরাগুলো দিয়ে নাড়তে থাকুন। মচমচে করে ভেজে তুলে নিন।