সবজি শুনলেই অনেকে খেতে চান না। তবে সবজির তৈরি এই খাবারগুলো একেবারেই আলাদা। এই সবজি খেতে মিষ্টি। ভিন্ন রকমের এই রেসিপি তৈরি করেছেন আফরোজা নাজনীন
উপকরণ: বিটরুটকুচি ৫০০ গ্রাম, চিনি আধা কাপ, তরল দুধ ১ কাপ, ক্রিম ১ টেবিল চামচ, গুঁড়া দুধ আধা কাপ, চিনাবাদামগুঁড়া আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, এলাচি ও দারুচিনি ২টি করে, পরিবেশনের জন্য শুকনা নারকেল কোরানো বা ভাজা সেমাই আধা কাপ।
প্রণালি: প্রথমে ঘি গরম করে তাতে বিটরুটকুচি দিয়ে নেড়ে ভেজে নিন। এতে এলাচি, দারুচিনি দিয়ে দিন। তারপর তরল দুধ দিয়ে নাড়তে থাকুন। সেদ্ধ হয়ে দুধ শুকিয়ে ক্রিম হলে চিনি দিয়ে নেড়ে দিন। বাদামগুঁড়া, গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। সব মাখা মাখা হয়ে তেল বের হয়ে এলে নামিয়ে হাত দিয়ে গোল গোল করে লাড্ডু বানিয়ে ভাজা সেমাই বা শুকনা নারকেল কোরানোর মধ্যে গড়িয়ে পরিবেশন করুন।
উপকরণ: ভাপ দেওয়া বাঁধাকপির মিহি কুচি ১ কাপ, ঘি পরিমাণমতো, দুধ দেড় লিটার, চিনি দেড় কাপ, কোরানো নারকেল আধা কাপ, মাওয়া ২ টেবিল চামচ, সাদা এলাচি ২টি, দারুচিনি ছোট ২ টুকরা, কাঠবাদাম পছন্দমতো।
প্রণালি: ঘি গরম করে বাঁধাকপি ভেজে নিন। এরপর চুলায় দুধ দিয়ে ফুটিয়ে নিন। এ সময় দুধে এলাচি ও দারুচিনি দিতে হবে। দুধ ফুটে উঠলে ভাজা বাঁধাকপি দিয়ে ঘন ঘন নাড়তে হবে। এবার কোরানো নারকেল ও মাওয়া দিন। সব সময় নাড়তে হবে যেন দলা বেঁধে বা নিচে লেগে না যায়। সবশেষে চিনি দিয়ে নেড়ে নিন। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ওপরে বাদামকুচি সাজিয়ে পরিবেশন করুন।