রেসিপি

হাঁসের মাংস দিয়ে বিদেশি রেসিপি

শীতের সময় হাঁসের মাংসের স্বাদই আলাদা। বানানো যায় বিদেশি ঘরানার খাবারও। ভিন্ন ভিন্ন স্বাদের হাঁসের মাংসের রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার

হাঁসের ট্যাকোস

হাঁসের ট্যাকোস
ছবি: সাবিনা ইয়াসমিন

ট্যাকোসের উপকরণ: হাঁসের বুকের মাংস ২ টুকরা, লাল মরিচগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া সিকি চা-চামচ, জিরাগুঁড়া সিকি চা-চামচ, আদা পাউডার সিকি চা-চামচ, রসুন পাউডার সিকি চা-চামচ, পেঁয়াজ পাউডার সিকি চা-চামচ, গোলমরিচগুঁড়া সিকি চা-চামচ, অরিগানো সিকি চা-চামচ, শুকনো মরিচগুঁড়া সিকি চা-চামচ, লবণ স্বাদমতো, জলপাই তেল ২ টেবিল চামচ, ট্যাকো শেল (বাজারে কিনতে পাওয়া যায়) ৬টি, চিজ পরিবেশনের জন্য।

প্রণালি: প্রথমে মাংসের টুকরা ভালো করে ধুয়ে নিন। কিচেন টিস্যু দিয়ে পানি মুছে নেবেন। এবার মাংসের টুকরাগুলো সব মসলা দিয়ে মাখিয়ে ২ ঘণ্টা রেখে দিন। এরপর টুকরাগুলো চুলায় প্যানে শ্যালো ফ্রাই করে নামিয়ে নিন। একটু ঠান্ডা হলে মাংসের টুকরাগুলো হাত দিয়ে ছিঁড়ে নিন। ওভেন ১৮০ ডিগ্রিতে প্রি হিট করুন এবং ট্যাকো শেলগুলো ৩ মিনিট বেক করে গরম ওভেনে আরও ৩ মিনিট রেখে দিন।

সালসার উপকরণ: বিচি ছাড়া টমেটোকুচি আধা কাপ, সবুজ, হলুদ, লাল রঙের ক্যাপসিকাম মিলিয়ে সিকি কাপ, পেঁয়াজ গোল করে কুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি পছন্দমতো, লেটুসকুচি পছন্দমতো, লেবুর রস ১ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া সিকি চা-চামচ, জলপাই তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: সব একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সালসা।

ট্যাকোস সসের উপকরণ: মেয়নেজ সিকি কাপ, টমেটো কেচাপ ২ টেবিল চামচ, ইয়েলো মাস্টার্ড পেস্ট ১ চা-চামচ, গোলমরিচগুঁড়া সিকি চা-চামচ, হট সস ১ টেবিল চামচ।

প্রণালি: সব একসঙ্গে ভালো করে মেশালেই সস তৈরি হয়ে যাবে।

পরিবেশন: পরিবেশনের জন্য লাগবে গ্রেট করা চিজ। মাংসের সঙ্গে অর্ধেক ট্যাকোস সস মিশিয়ে নিন। প্রথমে শেলে মাংসের ফিলিং এরপর সালসা ও ওপরে লেটুস ও গ্রেটেড চিজ ছড়িয়ে পরিবেশন করুন।

হাঁসের পাস্তা সালাদ

হাঁসের পাস্তা সালাদ

উপকরণ: হাঁসের বুকের মাংস ২ টুকরা, শর্ষেবাটা ১ চা-চামচ, আদাগুঁড়া ১ চা-চামচ, রসুনগুঁড়া ১ চা-চামচ, ওরস্টারশায়ার সস ১ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া সামান্য, লবণ সিকি চা-চামচ, ইতালিয়ান হার্বস সিকি চা-চামচ, জলপাই তেল ২ টেবিল চামচ।

প্রণালি: তেল ছাড়া সব একসঙ্গে মিশিয়ে ৪ থেকে ৫ ঘণ্টা মেরিনেট করুন। ফ্রাইপ্যানে তেল দিয়ে উল্টে-পাল্টে ভেজে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। সেদ্ধ হলে ভাজা ভাজা করে নামিয়ে স্লাইস করে নিন।

সালাদের উপকরণ: সামান্য লবণ দিয়ে সেদ্ধ করা পাস্তা ১ কাপ, স্লাইস পেঁয়াজ ২ টেবিল চামচ, স্লাইস শসা আধা কাপ, স্টিম সুইটকর্ন সিকি কাপ, স্লাইস টমেটো সিকি কাপ, পাতলা জুলিয়ান করে কাটা ক্যাপসিকাম সিকি কাপ, লেটুস পাতা পছন্দমতো, স্প্রিং অনিয়ন পছন্দমতো।

ড্রেসিংয়ের উপকরণ: জলপাই তেল সিকি কাপ, দিজন মাস্টার্ড ১ টেবিল চামচ, ইতালিয়ান হার্বস ১ চা-চামচ, বালসামিক ভিনেগার ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, মধু ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ।

প্রণালি: প্রথমে একটি বোলে সেদ্ধ পাস্তা নিন। এরপর শসা, সুইটকর্ন, পেঁয়াজ, ক্যাপসিকাম তৈরি করে রাখা হাঁসের মাংসের টুকরো-সব নিন। ড্রেসিংয়ের সব উপকরণ খুব ভালোভাবে ঝাঁকিয়ে ঘন ড্রেসিং তৈরি করে নিন। এবার সালাদের বোলে ড্রেসিং ঢেলে মিশিয়ে নিন এবং পরিবেশন করুন।