মিষ্টি খেতে ভালোবাসেন, তাহলে ঢাকার এই মেলা আপনার জন্য

টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, বগুড়ার দই—দেশের বিভিন্ন অঞ্চলের মিষ্টির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলছে জাতীয় মিষ্টিমেলা। নিজেদের রকমারি মিষ্টি নিয়ে উৎসবে হাজির হয়েছেন কারিগরেরা। এই মেলায় পাওয়া যাবে বাংলাদেশের প্রায় সব অঞ্চলের বিখ্যাত মিষ্টি । ৬ মার্চ শুরু হওয়া এই মেলা শেষ হবে ১০ মার্চ। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই মেলা।

আপেল আকৃতির সন্দেশ
ছবি:  সুরাইয়া সরওয়ার
এই মিষ্টির নাম ইলিশ মিষ্টি
মেলায় নানা ধরণের মিষ্টির পাশাপাশি পাওয়া যাচ্ছে গাজীপুরের বিখ্যাত ধনী চিড়া
গাইবান্ধার রসমঞ্জুরি
দুধের ছাঁচে তৈরি সন্দেশ
মেলায় দর্শনার্থীরা ঘুরে ঘুরে মিষ্টি দেখছেন
বিখ্যাত বগুড়ার দই