গরমের সময় বানাতে পারেন এই দুটি মিল্কশেক

গরমে ঠান্ডা পানীয়তে মন আর প্রাণ দুটোই জুড়িয়ে যায়। বাড়িতেই মিল্কশেক বানানো যায় সহজে। রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার

অরিও মিল্কশেক

অরিও মিল্কশেক
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ: গুঁড়া করা অরিও বিস্কুট ১০ টুকরা, দুধ ৩ কাপ, চকলেট বা ভ্যানিলা আইসক্রিম ৮ স্কুপ, চকলেট সিরাপ ৪ টেবিল চামচ, বরফকুচি পছন্দমতো।

প্রণালি: সব একসঙ্গে ব্লেন্ড করে নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

স্ট্রবেরি মিল্কশেক

স্ট্রবেরি মিল্কশেক

উপকরণ: স্ট্রবেরি কিউব করে কাটা ১ কাপ, ফুটানো ঠান্ডা করা ঘন দুধ ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ, ভ্যানিলা আইসক্রিম ৩ স্কুপ।

প্রণালি: ব্লেন্ডারে সব একসঙ্গে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল স্ট্রবেরি মিল্কশেক। গ্লাসে ঢেলে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।