বাদাম দিয়ে বানানো যায় নানা পদ। স্বাদ এবং পুষ্টি দুটোই পাবেন এই উপকরণে। স্যুপও বানাতে পারবেন, তাও আবার ঠান্ডা স্যুপ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।
উপকরণ
কাঠবাদাম ১ কাপ, পাউরুটি ২ টুকরা, রসুনকুচি ১ চা-চামচ, জলপাই তেল ১ চা-চামচ, লবণ ১ চিমটি, ঠান্ডা পানি ২ কাপ, লেবুর রস ১ চা-চামচ।
প্রণালি
কাঠবাদাম ভিজিয়ে রেখে ওপরের আবরণ ফেলে দেবেন। এবার সব উপকরণ ব্লেন্ডারের ব্লেন্ড করে ফ্রিজে রেখে, ঠান্ডা পরিবেশন করুন। চাইলে শসাকুচি অথবা সবুজ আঙুর দিয়েও খেতে পারেন।