বাইরে গরম। এই সময়ে বাড়ির লোকজনের জন্য হোক কিংবা অতিথি আপ্যায়নে, ঠান্ডা ফলের জুস বা স্মুদির তুলনা হয় না। ঝটপট বানিয়ে নিতে পারেন এই জুসটি। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার
উপকরণ: কমলা ২টি, মধু ২ চা-চামচ, পানি ১ কাপ।
প্রণালি: কমলা খোসা ছাড়িয়ে নিন। এবার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিন। গ্লাসে ঢেলে পরিবেশন করুন।