রেসিপি

ড্রাগন ফলের স্মুদি

ড্রাগন ফলের স্মুদি

ড্রাগন ফলের স্মুদি
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ: ড্রাগন ফল ১টি, কলা ১টি, দই আধা কাপ, দুধ সিকি কাপ, মধু ২ টেবিল চামচ।

প্রণালি: সব কটি উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ঢেলে ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর গ্লাসে ঢেলে ইচ্ছামতো পরিবেশন করুন।