বিচিত্র দিবস

আজ কেন সবজি খাবেন

আজ ১৭ জুন, সবজি খাওয়া দিবস
ছবি : খালেদ সরকার

‘সেচ দিয়ে করে চাষ, তার সবজি বারো মাস’—খনার বচনে সবজি চাষের ব্যাপারে এভাবেই পরামর্শ দেওয়া হয়েছে। সবজি নিয়ে বাঙালির মুগ্ধতা চিরকালের। বাঙালির বাড়ির আঙিনা, কাঁচা বাজার থেকে রসুইঘর—সর্বত্রই সবজির উপস্থিতি দেখা যায় বছরভর। আবার এসব সবজির যে কত রকম বাহার! চোখজুড়ানো সব রং আর আকৃতি। লাল-নীল-সবুজ-কালো-বেগুনি-হলুদ—রংধনুর সব রং যেন ওদের গায়ে। লম্বাটে, মোটা, চ্যাপটা, গোল—আকৃতিতেও কত বাহারি বৈচিত্র্য। আর পুষ্টিগুণ! সে আর কত বলব? শারীরিক সুস্থতার জন্য অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান এই সবজি। একে বলা হয় প্রাকৃতিক রেচক। তাই প্রতি বেলার খাদ্যতালিকাতেই সবজি থাকা জরুরি। কেবল ভারী বা মূল খাবার হিসেবে নয়, সালাদ বা হালকা নাশতা হিসেবেও প্রতিদিন সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। অনেকের অবশ্য সবজি পছন্দ নয়। আবার অনেক মানুষ আছেন, যাঁরা নিরামিষাশী, কেবল সবজিই খেয়ে থাকেন। ২০১৮ সালের একটি জরিপ বলছে, পৃথিবীর ৮ শতাংশ মানুষ নিরামিষভোজী।

আজ ১৭ জুন, সবজি খাওয়া দিবস। কবে কীভাবে দিনটির চল হয়েছে, নির্দিষ্ট করে জানা যায় না। তাতে কি! সবজির গুরুত্বের কথা বিবেচনায় নিয়ে আজকের দিনটি কিন্তু পালন করা যেতে পারে। যাঁরা সবজি খেতে পছন্দ করেন না, তাঁরা আজ এই দিবস উপলক্ষে রান্নাঘরে একবার উঁকি দিতে পারেন। অনিচ্ছায় হলেও আজ একটু সবজি খেয়েই দেখুন না! কে জানে, হয়তো ভালো লেগেও যেতে পারে আর চিরজীবনের জন্য বদলে যেতে পারে আপনার খাদ্যাভ্যাস।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে