দুটি খাবারের উৎসব চলছে রাজধানীতে

হলিডে ইন

১৭ নভেম্বর থেকে ‘তন্দুরি গুরমেট’ শিরোনামের এই আয়োজন চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

রাজধানীর তারকা হোটেল হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের ‘অ্যাটিটিউড’ রেস্তোরাঁয় শুরু হতে যাচ্ছে খাবারের উৎসব। ১৭ নভেম্বর থেকে ‘তন্দুরি গুরমেট’ শিরোনামের এই আয়োজন চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। বুফে হিসেবে খাওয়া যাবে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার, সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। জনপ্রতি খরচ হবে ৫ হাজার ৯৯৯ টাকা। নির্দিষ্ট কার্ডে একটির সঙ্গে আরেকটি খাবার বিনা মূল্যে পাওয়া যাবে।

ঢাকা রিজেন্সি

এ আয়োজনে থাকছে প্রায় ১০০ থেকে ১২০ পদের খাবার

৩ নভেম্বর থেকে ‘দ্য লোকাল কালিনারি হেরিটেজ অব বাংলাদেশ’ নামে এক খাবারের উৎসবের আয়োজন করেছে ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। এ আয়োজনে থাকছে প্রায় ১০০ থেকে ১২০ পদের খাবার। যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার বিখ্যাত খাবারের সঙ্গে হারিয়ে যাওয়া খাবারগুলোও আছে। আয়োজন চলবে সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের জনপ্রিয় গ্র্যান্ডডিওস রেস্তোরাঁয়। জনপ্রতি খরচ হবে ৪ হাজার ৪৪৪ টাকা। আয়োজন চলবে আগামীকাল পর্যন্ত।