ঈদের পাতে ২টি মাংসের সালাদ

ঈদে গরু, খাসির মাংস বা কলিজা, মগজ তো খাওয়া হবেই। এসব উপকরণ দিয়ে চাইলে সালাদও বানিয়ে ফেলতে পারেন। রেসিপি দিয়েছেন নাজমা হুদা।

বিফ কোফতা কাজুবাদাম সালাদ

বিফ কোফতা কাজুবাদাম সালাদ
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ ক: গরুর মাংসের কিমা ২ টেবিল চামচ, আদা পেস্ট ১ টেবিল চামচ, রসুন পেস্ট ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ১ টেবিল চামচ, কাবাব মসলা ১ চা-চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি ক: উপকরণের সবকিছু একসঙ্গে মিশিয়ে কোপতা বানাতে হবে। এবার ডুবো তেলে একদম মুচমুচে করে ভেজে নিন।

উপকরণ খ: চিলি সস ২ টেবিল চামচ, টমেটো কেচাপ ৩ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, ব্রাউন সুগার ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ।

প্রণালি খ: উপকরণের সবকিছু একসঙ্গে মিশিয়ে সস বানাতে হবে।

উপকরণ গ: কাজুবাদাম ভাজা আধা কাপ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, টমেটোকুচি আধা কাপ, শসাকুচি ১ কাপ, ক্যাপসিকাম স্লাইস করা সিকি কাপ।

পরিবেশন: এবার ওপরের ক, খ ও গ উপকরণের সবকিছু একসঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।

খাসির গ্রিল সালাদ

খাসির গ্রিল সালাদ

উপকরণ ক: খাসির মাংস ৩০০ গ্রাম, আদা পেস্ট ২ টেবিল চামচ, রসুন পেস্ট ২ টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, কাবাব মসলা ১ টেবিল চামচ, এইচপি সস (HP সস) ১ টেবিল চামচ, চিলি সস ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ।

প্রণালি: খাসির সঙ্গে সব মসলা মিশিয়ে নিন। ৩০ মিনিট মেখে রাখতে হবে। ৩০ মিনিট পরে গ্রিল করুন। খাসি একটু ঠান্ডা হলে, স্লাইস করে কাটতে হবে।

উপকরণ খ: টমেটো আধা কাপ, শসা ১ কাপ, সবুজ ও লাল ক্যাপসিকাম আধা কাপ, পেঁয়াজ স্লাইস করে কাটা সিকি কাপ, লেটুস সিকি কাপ।

উপকরণ গ: মেয়োনিজ আধা কাপ, কাঁচা মরিচ ১ টেবিল চামচ, হলুদ–শর্ষেবাটা ১ টেবিল চামচ, ব্রাউন সুগার ১ টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ।

প্রণালি: সব মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। এবার উপকরণ ক, খ ও গ মিশিয়ে সালাদ তৈরি করুন।