ব্রাজিলের খাবার চেখে দেখতে চাইলে ঢাকার যেখানে যাবেন

ব্রাজিল মানেই ফুটবল। একই সঙ্গে ব্রাজিল উৎসব, সাম্বা নাচ ও কফির দেশ। এসবের পাশাপাশি ব্রাজিল খাবারের কারণেও বিখ্যাত। রাজধানীর হোটেল লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে ১০ দিনব্যাপী ‘ব্রাজিলিয়ান ফুড ফেস্টিভ্যাল’। উৎসবের খবর জানাচ্ছেন তারিকুর রহমান খান

ব্রাজিল মানেই ফুটবল। ব্রাজিল মানে পেলে, নেইমার, রোনালদিনহো, রোনালদো, জিকো, রোমারিও, কাফু ও গ্যারিঞ্চাদের দেশ। একই সঙ্গে ব্রাজিল উৎসব, সাম্বা নাচ ও কফির দেশ। এসবের পাশাপাশি ব্রাজিল খাবারের কারণেও বিখ্যাত।
ছবি: হোটেল লা মেরিডিয়ান ঢাকার সৌজন্যে
যাঁরা ব্রাজিলীয় খাবারের স্বাদ নিতে চান, তাঁদের জন্য আছে সুখবর। এ জন্য আপনাকে যেতে হবে রাজধানীর হোটেল লা মেরিডিয়ান ঢাকায়। পাঁচ তারকা হোটেলটি আয়োজন করেছে ‘ব্রাজিলিয়ান ফুড ফেস্টিভ্যাল’।
ছবি: হোটেল লা মেরিডিয়ান ঢাকার সৌজন্যে
৭ সেপ্টেম্বর এই খাবারের উৎসব উদ্বোধন করেন ঢাকায় ব্রাজিল দূতাবাসের রাষ্ট্রদূত পাওলো ফের্নান্দো ডায়াস ফেরেস। অনুষ্ঠানে ছিলেন লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্টান্টিনোস এস গ্যাভরিয়েল।
ছবি: হোটেল লা মেরিডিয়ান ঢাকার সৌজন্যে
তিনি বলেন, ‘রিও ডি জেনেরিওর কোলাহলপূর্ণ রাস্তা থেকে শুরু করে প্রতিটি ঘরেই সারা বছর উৎসব চলতে থাকে। ব্রাজিলের মানুষ সবকিছুতে উৎসব করতে পছন্দ করে। ব্রাজিলের খাবার সে উৎসবগুলোকে আরও রঙিন করে তোলে। বাংলাদেশের মানুষের কাছে ব্রাজিলের খাবারের পরিচয় তুলে ধরতেই আয়োজন করা হয়েছে ব্রাজিলিয়ান ফুড ফেস্টিভ্যাল।’
ছবি: হোটেল লা মেরিডিয়ান ঢাকার সৌজন্যে
প্রায় শতাধিক সিগনেচার বুফে রেস্তোরাঁর হাল নাগাদ রেসিপি রাখা হয়েছে ব্রাজিলিয়ান ফুড ফেস্টিভ্যালে। উৎসব চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
১০ দিনের এই আয়োজনে থাকছে ব্রাজিলীয় মেনু, লাইভ কুকিং স্টেশন, ব্রাজিলীয় ধাঁচে সাজসজ্জা, বাই ওয়ান গেট ওয়ান অফার এবং উপহার হিসেবে এয়ার অ্যাস্ট্রার টিকিট।