দুই স্বাদের এই পানীয় বানাতে পারবেন বাড়িতে

গরমে তেষ্টা পেলে পানি তো আছেই। কিন্তু সব সময় কি আর পানিতে প্রাণ ভরে! মাঝেমধ্যে বানাতে পারেন পানীয়। দুই স্বাদের পানীয়ের রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

বাঙ্গির স্মুদি

বাঙ্গির স্মুদি বানাতে পারবেন বাড়িতেই
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ: টুকরা করা বাঙ্গি ২ কাপ, দই আধা কাপ, দুধ আধা কাপ, চিনি ১ টেবিল চামচ ও ক্রিম ১ টেবিল চামচ।

প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।

চকলেট ওয়ালনাট মিল্কশেক

চকলেট আর আখরোট দিয়ে তৈরি হবে এই জুস

উপকরণ: দুধ ২৫০ মিলিলিটার, চিনি ৩ চা–চামচ, ক্রিম ৩ চা–চামচ, কফি ২ চা–চামচ, ওয়ালনাট ৪–৫টি, বিস্কুট ২টি ও ডার্ক চকলেট ৪ ইঞ্চি পরিমাণ (প্রয়োজনমতো)।

প্রণালি: সব একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। গ্লাসে বরফকুচি দিয়ে মিল্কশেক ঢেলে সাজিয়ে পরিবেশন করতে হবে।