ডেলিফ্রেন্স বেকারি এখন বাংলাদেশে
ডেলিফ্রেন্স বেকারি এখন বাংলাদেশে

ফ্রান্সের জনপ্রিয় বেকারি ঢাকায়

ডেলিফ্রেন্স বাংলাদেশের নতুন শাখা যাত্রা শুরু করেছে ঢাকায়। ফ্রান্সের জনপ্রিয় এই ফ্রোজেন বেকারি ২ নভেম্বর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ১১৪ গুলশান অ্যাভিনিউতে প্রথম এই শাখার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জন মেরিন শুহ।

নানা রকম বেকারি খাবারের মধ্যে ক্রসা, বার্গার, ফ্রেঞ্চফ্রাই, কফিসহ নানা পদের ফ্রেঞ্চ খাবারের আদি স্বাদ মিলবে এখানে।

নানা রকম ফ্রেঞ্চ খাবার স্বাদ নিতে পারবেন এখানে

বাংলাদেশে ডেলিফ্রেন্সের কার্যক্রম পরিচালনা করবে লেস ব্লিউস লিমিটেড। ডেলিফ্রেন্স বাংলাদেশে আরও বড় পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করতে চায়। উদ্বোধনের পর অতিথিরা বলেন, বাংলাদেশের মানুষ ভোজনরসিক। খাবার ও খাবারের প্রতি মানুষের ভালোবাসার মাধ্যমে ডেলিফ্রেন্স বেকারি ফ্রান্স-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও গাঢ় হবে।

অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রদূত সে দেশের মানুষের খাদ্যাভ্যাসসহ বিভিন্ন বিষয়ে আড্ডা দেন।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা

ডেলিফ্রেন্স ফ্রান্সভিত্তিক বহুজাতিক বেকারি কোম্পানি। পৃথিবীর শতাধিক দেশে এর কার্যক্রম চলমান। ১৯৭৮ সালে যাত্রা শুরু করলেও এটি বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে ১৯৮৩ সালে।