শাম্মি ইসলাম নীলার ফেসবুক আইডি থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটা ছেলে হাঁটু গেড়ে নীলাকে জিজ্ঞেস করছে, ‘উইল ইউ ম্যারি মি?’ নীলা বলছে, ‘দাঁড়াও, ভেবে দেখি।’ ছেলেটা বলছে, ‘তাড়াতাড়ি ভাবো। কাজি চলে এসেছে।’ বিয়ের আগমুহূর্তে বানানো ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। ১০ জানুয়ারি মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করলেন এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩। বর ২৬ বছর বয়সী মোহাম্মদ আল আদিত্তা নূরউল্লাহ। যুক্তরাজ্যপ্রবাসী পাত্রের ডাকনাম অর্কিড, পেশায় ব্যবসায়ী। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।