অনুষ্ঠানের শুরুতে নাচ তুলে ধরেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং নৃত্যশিল্পীরা
অনুষ্ঠানের শুরুতে নাচ তুলে ধরেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং নৃত্যশিল্পীরা

লাক্সের ১০০ বছরে তারকাদের মেলা

লাক্স শব্দটি শোনার সঙ্গে সঙ্গে সুগন্ধী সাবানের পাশাপাশি চোখের সামনে ভেসে ওঠে এক ঝাঁক তারকার মুখ। দেখতে দেখতে ১০০ বছর পুর্ণ করে ফেলল এই সৌন্দর্য্য সাবান। এ উপলক্ষে গতকাল ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বসেছিল লাক্স তারকাদের মেলা। বর্ণাঢ্য আয়োজনে লাক্স নিয়ে স্মৃতিচারণা করেন নানা সময়ের লাক্স তারকারা। ১০০ বছর উপলক্ষে নতুন সাবানের মোড়ক উন্মোচন করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

সন্ধ্যা ৬টা থেকেই র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে জড়ো হতে থাকেন লাক্স তারকারা। গোলাপি, সাদা আর পিচ রঙের পোশাকে ঝলমল করতে থাকে চারদিক। আলোকসজ্জা, ফুল আর লাক্স সাবান দিয়ে সাজানো অনুষ্ঠানস্থলে নিজেদের জমকালোভাবে তুলে ধরেন তারকারা। মডেল, লাক্স তারকা ও অভিনয়শিল্পী মিম মানতাশা, অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের নৃত্য দিয়ে শুরু হয় আয়োজন। বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের তারকা যারা এ পর্যন্ত লাক্স সাবানের যাত্রায় ছিলেন, সবার মাঝে লাক্সকে জনপ্রিয় করেছেন, তাদের মধ্য থেকে ১০ জন তারকাকে দেওয়া হয় লাক্স স্টার গ্লোয়িং অ্যাওয়ার্ড। তারা হলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা, সংগীতশিল্পী শাকিলা জাফর, নৃত্যশিল্পী শামিম আরা নীপা, অভিনেত্রী আফসানা মিমি, অভিনেত্রী অপি করিম, অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা, অভিনেত্রী কুসুম সিকদার, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্মাননা গ্রহণের সময় লাক্সের বিজ্ঞাপন করার সময়কার নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন তারা। তবে শাকিলা জাফর এবং শামিম আরা নীপা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। প্রত্যেক তারকা যখন পুরস্কার গ্রহণ করছিলেন পেছনের স্ক্রিনে ভেসে উঠে তাঁদের করা বিজ্ঞাপন।

লাক্স স্টার গ্লোয়িং অ্যাওয়ার্ড প্রদান শেষে মঞ্চে (বাঁ থেকে) আফসানা মিমি, কুসুম সিকদার, গুলশান আরা আক্তার চম্পা, সুবর্ণা মুস্তাফা, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, রুমানা রশীদ ঈশিতা ও অপি করিম

সুবর্ণা মোস্তফা জানান, তারকাদের সঙ্গে লাক্সের একটা গভীর সম্পর্ক আছে। বাংলাদেশে তিনিই প্রথম চলচ্চিত্র তারকার বাইরের অভিনেত্রী যে লাক্সের বিজ্ঞাপন করেন।

যাঁরা লাক্সের বিজ্ঞাপনগুলো করেছেন তাঁরা ভক্তদের কাছে দ্যুতি এবং খ্যাতি পেয়েছেন ভিন্ন মাত্রায়, এমনটাই মনে করেন অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা।

আমাদের অনেক স্মৃতি আছে যেগুলো ভুলবার নয়। লাক্সের সঙ্গে আমারও ৩০ বছর ধরে থাকা হয়ে গেল, জানালেন অভিনেত্রী আফসানা মিমি।

অনুষ্ঠান স্থল সাজানো হয়েছিল এভাবে

অভিনেত্রী অপি করিম মাইক হাতে নিয়েই বললেন, ঈশিতা মনে আছে ২০০০ সালের ঠিক এই দিনেই আমরা ছিলাম থাইল্যান্ডে, লাক্সের শুট করার জন্য। ২৯ এপ্রিল ছিল আমার শুট আর ৩০ এপ্রিল ছিল তোমার শুট। দিনটি আমার মনে আছে কারণ আমার জন্মদিন ১ মে। জন্মদিন উপলক্ষে বই কেনার জন্য বাবা আমাকে কিছু ডলার দিয়েছিলেন।

লাক্সের বিজ্ঞাপন করতে গিয়ে অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মনে হয়েছে, আমাদের দেশে এত বড় পরিসরে শুটিং আমরা দেখতে পাইনি। এ কারণেই কাজের অভিজ্ঞতাটি তাঁর কাছে অনেক বেশি স্মরণীয়।

অনুষ্ঠান শুরুর আগে ফ্রেমবন্দী হলেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং আজমেরি হক বাঁধন

অভিনেত্রী কুসুম শিকদার জানালেন, তাঁর জীবনে এখন যত অর্জন, প্রাপ্তি আর ভালোবাসা সবই লাক্সের কারণে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর মনে হচ্ছিল যেন ২০০৯ সালে ফিরে গেছেন তিনি। কারণ মঞ্চের সামনেই বসে ছিলেন দুজন বিচারক। তিনি বলেন, ১৪ বছর চলে গেছে। তিনি কৃতজ্ঞ লাক্সের কাছে। স্ক্রল করতে করতে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বিষয়টি দেখেন এবং অংশগ্রহণ করেন। আমি ভাবতে পারিনি এই প্রতিযোগিতার কারণে আমার জীবন এভাবে বদলে যাবে।

অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা, অভিনেত্রী আফসানা মিমি, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা, অভিনেত্রী আজমেরি হক বাঁধন, সংগীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা এবং অভিনেত্রী মৌসুমী হামিদ (বাঁ থেকে) এসেছিলেন দেশীয় সাজে
অনুষ্ঠানে মডেল এবং অভিনেত্রী মিম মানতাশি, মুমতাহিনা টয়া এবং জান্নাতুল পিয়া (বাঁ থেকে)

সবশেষে পুরস্কার গ্রহণ করতে মঞ্চে ওঠেন বিদ্যা সিনহা সাহা মিম, জানালেন, আমার জন্ম হয়েছে দুইবার, একবার আমার মার কাছ থেকে, আরেকবার লাক্সের কারণে। লাক্স আমার কাছে আবেগের একটি বিষয়। আমি যে কথা বলছি এখন আমার মনে হচ্ছে আমি ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের মঞ্চেই দাঁড়ানো। সাধারণ একটি মেয়ে থেকে আজ আমি যেই অবস্থানে এসেছি সেটি লাক্সের কারণেই হয়েছে।

অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন শিল্পী প্রীতম হাসান
অনুষ্ঠানে জমকালো সাজে এসেছিলেন মেহজাবীন চৌধুরী এবং জয়া আহসান
মঞ্চে নাচ পরিবেশন করছেন মিম মানতাশা
আন্তর্জাতিক তারকারাও লাক্সের বিজ্ঞাপনে মডেল হয়েছেন
অনুষ্ঠান শুরুর আগে তারকারা ছিলেন ছবি তোলায় ব্যস্ত

লাক্সের শত বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার ও মার্কেটিং ডিরেক্টর (পার্সোনাল কেয়ার) নিলুশি জয়তিলেক। জাভেদ আখতার জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে কিংবদন্তী ব্যক্তিত্বদের স্বীকৃতি প্রদান করতে পেরে আমরা গর্বিত। নিলুশি জয়তিলেকে জানালেন, এদেশের ১০টি বাড়ির মধ্যে ৯টি বাড়িতেই লাক্স ব্যবহার করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সারা আলম।

১৯৬৪ সালে বাংলাদেশ অঞ্চলে যাত্রা শুরু করে লাক্স, ৬০ বছর ধরে সাবানটি ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে। সারা বিশ্বে প্রতিদিন লাক্স বিক্রি হচ্ছে ৩৮ লাখ।