ভূত–প্রেতদের রাতে তারকাদের সাজ, পর্ব: ০১

বছরের একটা রাত বরাদ্দ কেবল ভূত-প্রেতের জন্য! সেটি অক্টোবর মাসের শেষ দিন। মৃতদের স্মরণ করে পালিত হয় হ্যালোইন। এই সংস্কৃতির জন্ম ইউরোপে হলেও বিগত কয়েক বছরে এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। এমনকি এ বছর সৌদি আরবও পালন করেছে হ্যালোইন উৎসব। তবে এই উৎসবের বয়স দুই হাজার বছরের কম না। আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সের কেল্টিক জাতির মানুষেরা মনে করতেন, অক্টোবরের শেষ দিনে গ্রীষ্ম শেষ হয়। আর শীত শুরু হয়। এই গ্রীষ্ম আর শীতের মাঝামাঝি সময়ে প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মারা তাঁদের পুরোনো জীবনে ফিরে আসতে চায়। তাই সেই রাতে প্রেতাত্মারা পরিচিত মানুষদের সঙ্গে দেখা করতে চায়। এ জন্যই প্রেতাত্মার কারণে কারও যাতে ক্ষতি না হয়, সেই ভয়ে এই রাতে কেউ একা থাকতেন না। বরং প্রেতাত্মাদের ‘কনফিউজড’ করতে নিজেরাই সন্ধ্যা থেকে প্রেতাত্মা সেজে সারা রাত উৎসব করতেন! একনজরে দেখে নেওয়া যাক তারকাদের হ্যালোইনের সাজপোশাক।  
তিন কমিক চরিত্র ম্যাজিক, মিসটিক আর সেনেক। মিসটিক সেজেছেন মার্কিন মডেল ও জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব কিম কার্ডাশিয়ান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
স্প্যানিশ লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ব্যালেন্সিয়াগাও পালন করছে হ্যালোইন উৎসব
এই ছবি প্রকাশ করে বলিউড তারকা বরুণ ধাওয়ান জানিয়েছেন হ্যালোইনের শুভেচ্ছা
এই দেখুন কাইলি জেনারের ভুতুড়ে সাজ
ভূতের সাজে বলিউড তারকা জাহ্নবী কাপুর
২২ বছর বয়সী মার্কিন সংগীত তারকা হ্যালি বেইলি হয়েছেন অ্যাভাটার
৩৪ বছর বয়সী আরেক মার্কিন সংগীত তারকা লিজ্জোকে দেখুন
২৩ বছর বয়সী মার্কিন র‌্যাপার ল্যাটোকে তো চেনাই দায়!
জাপানি অ্যানিমেশন চরিত্র সেইলর মুন সেজেছেন ৪৩ বছর বয়সী মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব প্যারিস হিল্টন
আরেক মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব, ২২ বছর বয়সী অ্যাডিসন রের সারা শরীরে রক্ত! ঘাবড়াও মাত! এটা টমেটো সস দিয়ে বানানো
বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে চিনতে পারছেন?
মার্কিন সুপারমডেল কেন্ডাল জেনারের এই ছবি পছন্দ করেছেন অন্তত ৭৬ লাখ ভক্ত