মেসিকে নিয়ে প্রথম আলোর সেই লেখা আর্জেন্টিনার গণমাধ্যমে

‘মেসি যখন আমার প্রেমিক’ শিরোনামের লেখাটি প্রথম আলোর ‘জীবনযাপন’ থেকে অনলাইনে প্রকাশিত হয় গত ২৬ নভেম্বর। এ লেখায় আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা পাঠকদের সঙ্গে ভাগাভাগি করে নেন লাইফস্টাইল পোর্টাল ‘হাল ফ্যাশন’-এর সহসম্পাদক ফ্লোরিডা শুভ্রা রোজারিও। লেখাটি প্রকাশিত হওয়ার পর থেকেই নানা মহল থেকে প্রশংসা কুড়ায়। অনেকেই লেখাটি শেয়ার করে সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের অভিজ্ঞতা।

অফিসে বসে খেলা দেখছেন ফ্লোরিডা
ছবি: প্রথম আলো

লেখাটি সম্পর্কে জানতে পেরে প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করে আর্জেন্টিনার দ্বিতীয় সর্বোচ্চ প্রচারিত পত্রিকা লা নেশন-এর ফরেন ডেস্ক। এ ডেস্কের সম্পাদক জুলিয়েটা নাসুয়া মেইলে জানান, শত শত কিলোমিটার দূরের একটা দেশের একটি মেয়ের মেসিকে নিয়ে এ রকম অভিজ্ঞতায় তাঁরা বিস্মিত। লেখকের সঙ্গে কথা বলে তাঁদের পত্রিকায় স্প্যানিশ ভাষায় লেখাটি প্রকাশ করতে চান তাঁরা।

এই ছবিটি তোলা ২০১৮ সালে, ভারতের দার্জিলিংয়ের ‘ফুটবল টাউনে’, তখনো চলছিল বিশ্বকাপ

প্রথম আলোর অনুমতি নিয়ে ফ্লোরিডার সঙ্গে সরাসরি যোগাযোগ করে আর্জেন্টিনার এ গণমাধ্যম। মেসিকে নিয়ে তাঁর অভিজ্ঞতা তাঁদের ভাষায় সেখানকার পাঠকদের সঙ্গে ভাগ করে নেয় তারা, সঙ্গে জুড়ে দেয় ফ্লোরিডার অনুভূতি আর বেশ কিছু ছবি। সেখানেও দারুণ সাড়া ফেলেছে এই লেখা

একাধিক আন্তর্জাতিক পাঠক ফ্লোরিডাকে মেসেঞ্জারে যোগাযোগ করে জানিয়েছেন অভিনন্দন। তাঁদেরই একজন মারিয়া ক্রিস্টিনা নোতো। তিনি ফ্লোরিডাকে মেসেঞ্জারে লেখেন, ‘আমি তোমাকে ইতালি থেকে ভালোবাসা জানাই; যদিও আমি আর্জেন্টিনার নাগরিক। বৈবাহিক ও চাকরিসূত্রে ইতালি থাকি। তোমাকে আর তোমার দেশের সব মানুষকে আমার ভালোবাসা। তাঁরা যেভাবে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে তা দেখে আমি হতভম্ব। তোমার মাধ্যমে তোমার দেশের সব ফুটবলপ্রেমিকে ভালোবাসা জানাই। তোমার সব স্বপ্ন পূরণ হোক।’

আর্জেন্টিনার জার্সি গায়ে ফ্লোরিডা

এদিকে লা নেশনের পক্ষ থেকে মেসির টিমকে পাঠানো হয়েছে লেখাটির স্প্যানিশ ভার্সন। ফরেন ডেস্ক থেকে ফ্লোরিডাকে জানানো হয়েছে, যদি মেসির টিম থেকে ফ্লোরিডার সঙ্গে যোগাযোগ করে, তাদের যেন জানানো হয়। ফ্লোরিডার অনুভূতি জানতে চাইলে বলেন, ‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি বোধ হয় গত কয়েক বছরের সেরা অনুভবের ভেতর দিয়ে যাচ্ছি। একটা লেখা যে দেশের সীমানা ছাড়িয়ে এত মানুষকে স্পর্শ করে যাবে, একটা লেখার যে এত শক্তি, আগে ভাবিনি।’