বিচ্ছেদের আংটি সুখী করেছে এই মডেলকে

বাগদানের আংটি থেকে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। নারীদের কাছে বাগদানের আংটি মানেই বিশেষ কিছু! কিন্তু ডিভোর্সের আংটির কথা কখনো শুনেছেন? বিচ্ছেদের পর অনেকেই উদযাপন করেন। ঘোষণা দিয়ে, কেক কেটে, পার্টি করে। কিন্তু আংটি বানিয়ে তা স্মরণীয় করে রাখা? এমনই এক আংটি বানিয়ে আলোচনায় মার্কিন মডেল এমিলি রাতাজকস্কি।

২০১৮ সালে হলিউডের নামকরা প্রযোজক সেবাস্তিয়ান বিয়ার-ম্যাকক্লার্ডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এমিলি। ছবিতে এমিলির বাগদানের আংটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

মার্কিন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় এক নাম এমিলি রাতাজকস্কি। ইনস্টাগ্রামে তাঁর ভক্তসংখ্যা ছাড়িয়ে গেছে ৩ কোটি। প্রতিটি ফ্যাশন উইক আর চলচ্চিত্র উৎসবে তাঁকে নজরকাড়া পোশাকে দেখা যায়। ২০১৮ সালে হলিউডের নামকরা প্রযোজক সেবাস্তিয়ান বিয়ার-ম্যাকক্লার্ডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এমিলি। তাঁদের সংসার আলো করে জন্ম নেয় এক পুত্রসন্তান। কিন্তু ২০২২ সালে সেবাস্তিয়ানের বিরুদ্ধে পরকীয়া ও নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এ ঘটনার জের ধরেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এমিলি।

এমিলি ও সেবাস্তিয়ান

বিবাহবিচ্ছেদ হলেও সেবাস্তিয়ানের দেওয়া আংটির মায়া ছাড়তে পারেননি এমিলি। সযত্ন রেখে দিয়েছিলেন নিজের কাছে। অবশেষে বিচ্ছেদের প্রায় দুই বছর পর সেই আংটি থেকে তৈরি করেছেন নতুন দুইটি আংটি। কেননা, ডিভোর্স মানেই বিচ্ছেদ, আলাদা হয়ে যাওয়া। নিজের জন্য যেটি রেখেছেন, সেটির নাম দিয়েছেন ‘ডিভোর্স রিং’।

বান্ধবী স্টেফানি ডেনলার, আরও নির্দিষ্ট করে বললে তাঁর দাদির কাছ থেকে এই ডিভোর্স রিংয়ের আইডিয়া পান এমিলি। ডেনলারের দাদির কাছে একটি ‘স্নেক রিং’ (সাপ থিমের আংটি) ছিল। পুরো জীবনে যতগুলো বিয়ে করেছিলেন, তার পাথরগুলো নিয়ে নতুন একটি আংটি তৈরি করেছিলেন তিনি। এই এক আংটিতেই ধরে রেখেছিলেন জীবনের প্রতিটি ধাপ। সেখান থেকেই আইডিয়া নিয়ে বান্ধবী অ্যালিসন চামেলার সঙ্গে যোগাযোগ করেন এমিলি। অ্যালিসন নিউইয়র্কের নামকরা জুয়েলারি ব্র্যান্ড ‘অ্যালিসন লু’র ক্রিয়েটিভ ডিরেক্টর। এমিলির বাগদানের আংটিও তৈরি করেছিলেন তিনি। নতুন আংটির জন্যও এমিলির পছন্দ ছিল অ্যালিসন।

ছেলে অ্যাপোলোর সঙ্গে এমিলি

এমিলির আংটিতে নতুনত্ব আনতে আংটিটাকে দুইভাগে ভাগ করেছেন অ্যালিসন। ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালিসন বলেন, ‘ডিভোর্স মানেই বিচ্ছেদ। দুটো মনের, দুটো মানুষের বিচ্ছেদ। তাই ডিভোর্সের আংটি হিসেবে আমার শুরু থেকেই উদ্দেশ্য ছিল বাগদানের আংটিকে দুই ভাগে ভাগ করা।’ দুটো আংটিই তৈরি করা হয়েছে আসল বাগদানের আংটির পাথর থেকে। শুরুতে আংটিতে ছিল দুটো হীরার টুকরা। একটি পিয়ার-আকৃতির, অন্যটি প্রিন্সেস কাটের। দুটো হীরার টুকরা থেকে তৈরি হয়েছে দুটো আলাদা আংটি। প্রিন্সেস কাট হীরাকে আরও আকর্ষণীয় করতে ১৮ ক্যারেট স্বর্ণের পাত ও দুই পাশে দুটো ট্র্যাপেজোয়েড পাথর যোগ করেছেন অ্যালিসন।

একটা আংটিকেই দুটো আংটি বানিয়েছেন এমিলি

প্রথমে রিয়ানার মতো পায়ের আংটি বানাতে চেয়েছিলেন এমিলি। পরে দুটো আলাদা আংটিতেই মনস্থির করেন। ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে এমিলি জানান, ‘নিজের এনগেজমেন্ট রিং পায়ে পরব, প্রথমে এমনটাই চিন্তা করেছিলাম। পরে অ্যালিসন আর আমি মিলে পরিকল্পনা শুরু করলাম। আসল আংটির ডিজাইন আমার আর ভালো লাগছিল না। এখনকার আংটিটি আমার এতটাই পছন্দের যে সারা দিন পরে থাকি। এমনকি ঘুমাতে যাওয়ার সময়ও। কেননা, এই আংটি আমাকে বন্দিদশা থেকে, প্রতারণার ফাঁদ থেকে মুক্তির স্বস্তি দেয়।’

ছেলের সঙ্গে এমিলি

এমিলির কাছে এই আংটি খুবই প্রিয়, ‘গত দুই বছর আমার জন্য বেশ কঠিন ছিল। এখন নিজেকে কিছুটা শান্ত মনে হচ্ছে। এই আংটি আমাকে মনে করিয়ে যে আমি নিজেই নিজেকে খুশি রাখার জন্য যথেষ্ট। আংটিটি একটি প্রতীক, আমার জীবন আবার আমার নিজের হয়ে যাওয়ার প্রমাণ।’


তথ্যসূত্র: ভোগ অস্ট্রেলিয়া