চুল পড়ছে, কী করি

পরামর্শ দিয়েছেন— ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের কনসালট্যান্ট ও চর্ম, যৌন, অ্যালার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডা. মো. কামরুল হাসান চৌধুরী

প্রশ্ন

অনেক দিন ধরেই আমার চুল পড়ার সমস্যা। এখন আমার বয়স ২১ বছর। কিছুদিন হলো চুল পড়ার পরিমাণ খুব বেড়ে গেছে। নখ দিয়ে মাথা চুলকালে বেশ বড় বড় খুশকিও উঠে আসে। অল্প বয়সে চুল পড়ে যাওয়া নিয়ে আমি খুব চিন্তিত। এমতাবস্থায় কী করা যেতে পারে?

নাম প্রকাশে অনিচ্ছুক

সমাধান

চুল পড়ার অনেক রকম কারণ থাকতে পারে। মাথার তৈলাক্ত ভাব অথবা খুশকির সমস্যার কারণে চুল পড়ে যেতে পারে। নিয়মিত মাথার ত্বক পরিষ্কার না করা, ভুল খ্যাদ্যাভ্যাস, ছত্রাকের সংক্রমণ, ধূমপান প্রভৃতিও চুল পড়ার কারণ। এ জন্য মূল কারণ নির্ণয় করতে হবে। একজন চর্মরোগ –বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলে মাথার ত্বক পরীক্ষা করে সঠিক শ্যাম্পু ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। চিকিৎসক দেখানোর আগপর্যন্ত কেটোকোনাজল উপাদানসমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারেন।

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: adhuna@prothomalo.com, খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘স্বাস্থ্য জিজ্ঞাসা’