ইউরোপের যমজেরা এক হয়েছেন যেখানে

ইউরোপের নানা দেশ থেকে যমজেরা এক হয়েছেন গত ৯ জুন। অস্ট্রিয়ায় চলমান এই মিলনমেলায় তিন দিনব্যাপী থাকছে নানা আয়োজন।

যমজ ভাই পিটার ও চার্লি অস্ট্রিয়ার বাসিন্দা। দুজনের চশমা, এমনকি গলার চেনও এক!
ইউরোপে যমজদের এমন মিলনমেলা প্রথমবার হয়েছিল আজ থেকে ৩৯ বছর আগে। এবারের আয়োজনে এক হয়েছিলেন ৫০ জোড়া যমজ।
রাস্তায় হঠাৎ এত এত যমজদের দেখে চমকে গেছেন অনেকে
যমজ বোন ক্রিস্টা ও অ্যানজেলা
অস্ট্রিয়ার ব্রোনোতে বসেছিল এ আসর। অ্যাডলফ হিটলারের জন্মস্থান হিসেবেও জায়গাটি পরিচিত
এই যমজ বোনেরা এসেছেন জার্মানি থেকে। নানা ধরনের খেলাধুলার আয়োজনও ছিল মিলনমেলায়
যমজ ভাই–বোন। এসেছেন ফ্রান্স থেকে।