চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার ও নাইজেলা ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ফাতিহ ইকে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার ও নাইজেলা ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ফাতিহ ইকে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্লকচেইন একাডেমি

ব্র্যাক ইউনিভার্সিটিতে চালু হতে যাচ্ছে ‘ব্লকচেইন একাডেমি’। এরই মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি ও তুরস্কের প্রযুক্তিপ্রতিষ্ঠান নাইজেলা ওয়ার্ল্ডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দেশে ব্লকচেইন প্রযুক্তিতে দক্ষ কর্মিবাহিনী তৈরি করা হবে, যার প্রাথমিক লক্ষ্য হলো কৃষি এবং আর্থিক খাতের উন্নয়ন। ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার ও নাইজেলা ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ফাতিহ ইকে। এই একাডেমির মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের ব্লকচেইন প্রযুক্তির ওপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।