যেখানে সৃজনশীলতা শিখবে শিশু

বানিস ক্রিয়েশন শুরু করেছে শিশুদের জন্য কুকিং ক্লাস
ছবি : সুমন ইউসুফ

শিশুদের বাইরে খেলতে যাওয়ার সুযোগ আজকাল কম। বাসায় বিনোদনের জন্য অনেক মা–বাবাই শিশুকে টেলিভিশন বা মোবাইল ফোন দিয়ে থাকেন। অতিরিক্ত ডিভাইসের ব্যবহার শিশুদের জন্য ক্ষতিকর। অথচ চাইলেই কিন্তু সন্তানকে ভিন্নভাবে বিনোদিত করা সম্ভব। কিছু প্রতিষ্ঠানও বর্তমানে শিশুদের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করছে।

চাইলেই সৃজনশীল পদ্ধতিতে শিশুকে বিনোদন দেওয়া যায়

যেমন শিশুদের অভিনয়শিল্পী হিসেবে গড়ে তুলছে কাস্টিং ক্যাট। মূলত কাস্টিং এজেন্সি হলেও শিশুদের বিকাশ ও অভিনয়ে পারদর্শী করতেও এটি কাজ করে। এই প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন হাসান মামুন বললেন, ‘বর্তমান সময়ে শিশুরা খুব নিঃসঙ্গ। তাদের খেলাধুলার জায়গা নেই, নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগও তাদের সীমিত। সে জায়গা থেকে শিশুদের নিজেদের প্রতিভাকে সঠিকভাবে তুলে ধরতে অভিনয় একটি সর্বজনীন মাধ্যম। শিশু–কিশোরেরা আমাদের কাস্টিং ক্যাট একাডেমিতে এসে শুধু ক্লাসই করে না, পাশাপাশি খেলতে খেলতে, শিখতে শিখতে তিনটি আনন্দময় ঘণ্টা পার করে।’

এই প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন ০১৬৭৪৭৮৩৭২১ এই নম্বরে।

শিশুদের জন্য অন্য রকম কিছু করার জন্যই বানিস ক্রিয়েশন শুরু করেছে কুকিং ক্লাস। ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুরা এখানে রান্না শিখতে পারবে। মূলত বেকিং আইটেমগুলোই শেখানো হয়। পাশাপাশি দেখানো হয় কাটাকাটির সঠিক কৌশল। প্রতি শুক্রবার দুটি ব্যাচে ক্লাস হয়। একটি সকালে আর অন্যটি বিকেলে। বানিস ক্রিয়েশনের স্বত্বাধিকারী তাহমিনা আহমেদ জানান, ‘কুকিং ক্লাসগুলোতে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বাচ্চারা খুব আগ্রহ নিয়েই রান্না শিখছে এবং করছে।’

রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত এই প্রতিষ্ঠানটিতে যোগাযোগের নম্বর ০১৯৬৬৬৪৪৮৮৮।

বর্তমানে শিশুদের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করছে বেশ কিছু প্রতিষ্ঠান

নাচ–গানের পাশাপাশি শিশুরা আজকাল বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রতিও আগ্রহী হয়ে উঠছে। যেমন গিটার, ভায়োলিন ও উকুলেলে। রাজধানীর উত্তরায় অবস্থিত ডা কাপো গিটার স্কুল সাত বছর থেকে শুরু করে সব বয়সী শিশুদের বাদ্যযন্ত্র শেখানোর কাজ করছে। তাদের রয়েছে ছয় মাস মেয়াদি কোর্স। তবে যেকোনো বাদ্যযন্ত্র ভালো করে আয়ত্তে আনতে শিক্ষার্থীদের ছয় মাসের বেশি সময় প্রয়োজন হয়, জানালেন প্রতিষ্ঠানটির গিটারিস্ট এবং অন্যতম স্বত্বাধিকারী শেখ সালেকিন। যোগাযোগ: ০১৯১১৩৬৬৪৭৬।

ছবি আঁকার জন্য শিশুদের যে বিশেষ যত্নের প্রয়োজন হয়, সেটা দেওয়ার চেষ্টা করছে ঢাকা চারুকলা অনুষদের একগুচ্ছ শিক্ষার্থী। চারুকলা অনুষদের ভেতরেই খোলামেলা পরিবেশে ক্লাসগুলো আয়োজন করা হয়। সপ্তাহে দুই দিন ক্লাস হয়, শুক্রবার সকালে আর বৃহস্পতিবার বিকেলে। এই চিত্রাঙ্কন ক্লাসে অংশগ্রহণের বয়সসীমা ৪-১৪ বছর। ভর্তির জন্য যোগাযোগ করুন ০১৯১১১৮৫৬৯০ অথবা ০১৭১২৩২৭৯১৫ এই নম্বরে।

শেফস টেবিল কোর্টসাইডের ক্লে কর্নারে শেখানো হয় মাটির পণ্য তৈরির কাজ।

শেফস টেবিল কোর্টসাইডে রয়েছে একটি ক্লে কর্নার। এখানে তিন বছর থেকে শুরু করে একেবারে বড়দের জন্যও আছে মাটি নিয়ে কাজ করার সুযোগ। সপ্তাহে সাত দিনই বেলা ১১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত এই ক্লে কর্নার সবার জন্য খোলা। মাটি নিয়ে কাজে একেবারেই যারা নবিশ, তাদের জন্য রয়েছে ইনস্ট্রাক্টর। এই ক্লাসগুলো হয় ঘণ্টা হিসেবে, তবে চাইলে আপনার সন্তানকে নিয়ে তাদের দুটি কোর্সেও অংশ নিতে পারেন। কোর্সে ভর্তি হতে এবং যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০১৮১৯২২৫৩২৭ নম্বরে অথবা সরাসরি চলে যেতে পারেন শেফস টেবিল কোর্ট সাইডে।

ঢাকা শিল্পকলা একাডেমিও প্রতিবছর বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে। বেশির ভাগ কোর্সই এক বছর মেয়াদি। উল্লেখযোগ্য কণ্ঠসংগীত, নৃত্যকলা, চারুকলা, তাল বাদ্যযন্ত্র, নাটক, আবৃত্তি, বাঁশি, সেতার, সরোদ, দোতারা ইত্যাদি। ভিন্ন ভিন্ন প্রশিক্ষণের বয়সসীমা ও মেয়াদ ভিন্ন। বিস্তারিত জানতে www.shilpakala.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।